Couple

Bizarre Love: পর্বতে পরিতৃপ্তি! খাদের কিনারেই উত্তুঙ্গ মিলন যুগলের, হতবাক প্রত্যক্ষদর্শীরা

প্রেমের ফাঁদ পাতা ভুবনে। কিন্তু তাই বলে পাহাড়ের খাদের ধারে মিলন? এমনই কাণ্ড ঘটালেন ব্রিটেনের যুগল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ মে ২০২২ ১৮:৩৯
Share:

এ কী কাণ্ড

প্রেমের প্রকাশ কখন কোথায় হবে, কেউ বলতে পারে না। তাই বলে পাহাড়ের খাদে জীবন বাজি রেখে যৌন মিলন? এমনই কাণ্ড ঘটালেন ব্রিটেনের দুই ব্যক্তি।

Advertisement

ব্রিটেনের কর্ণওয়ালের ফলমাউথ অঞ্চলে রয়েছে সোয়ানপুল নামক সমুদ্রসৈকত। এই সৈকতে শুধু বালুচর নয়, রয়েছে পাহাড়ও। সেই পাহাড় কোথাও কোথাও সরাসরি এসে নামছে সমুদ্রে। তেমনই একটি পাহাড়ের খাদে সঙ্গমরত অবস্থায় ক্যামরাবন্দি হলেন যুগল। প্রায় ৩০ মিনিট ধরে এই কাণ্ড চলতে থাকে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

পাশের একটি রেস্তোরাঁ থেকে বিষয়টি প্রথম খেয়াল করেন নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ দম্পতি। তাঁরাই দৃষ্টি আকর্ষণ করেন আশেপাশের মানুষের। তাঁদের মধ্যে এক জন ভিডিয়োতে ধরেও রাখেন গোটা বিষয়টি। প্রত্যক্ষদর্শীদের মধ্যে কেউ কেউ বিষয়টি নিয়ে বিরক্ত হলেও অনেকেই আবার গোটা ঘটনাটিকে নিছক হাস্যরসের উপাদান হিসেবেই দেখছেন।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement