Fitness

শিরদাঁড়া হবে নমনীয়, এই যোগাভ্যাসে থাকুন চনমনে

মেরুদণ্ডে মোচড় দিয়ে আসন অভ্যাস করলে শিরদাঁড়া সংলগ্ন পেশির জড়তা কেটে যায়, স্থিতিস্থাপকতা বাড়ে, ব্যথা বেদনার হাত থেকে রেহাই পাওয়া যায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২০ ০৯:৫৮
Share:

চেয়ার যোগ – ফরোয়ার্ড ট্যুইস্ট। অলঙ্করণ:শৌভিক দেবনাথ

করোনা আবহে সুস্থ থাকতেই হবে। একটানা 'ওয়ার্ক ফ্রম হোম'-এর জন্য ঘাড়ে-পিঠে যন্ত্রণা বাড়ছে রোজ। বাড়িতে সারাক্ষণ থাকতেও বিরক্ত লাগছে। কিন্তু রোজ একটু যোগব্যায়াম করলেই সুস্থ থাকতে পারবেন। চেয়ারে বসে সহজেই করতে পারবেন এই যোগাভ্যাস।

Advertisement

চেয়ার যোগ – ফরোয়ার্ড ট্যুইস্ট

ফরোয়ার্ড ট্যুইস্ট অর্থাৎ শরীরের কোমর থেকে উপরের অংশ মোচড় দিয়ে আসন অভ্যাস

Advertisement

নাগাড়ে চেয়ারে বসে কম্পিউটারে কাজ করলে কোমরে, পিঠে ব্যথা হয়। বয়স বাড়লে হাড় ক্ষয়ে গিয়ে বা আর্থ্রাইটিসের কারণে কোমর পিঠের ব্যথায় কষ্ট পান না এমন মানুষ নেই বললেই চলে। মেরুদণ্ডে মোচড় দিয়ে আসন অভ্যাস করলে শিরদাঁড়া সংলগ্ন পেশির জড়তা কেটে যায়, স্থিতিস্থাপকতা বাড়ে, ব্যথা বেদনার হাত থেকে রেহাই পাওয়া যায়। দাঁড়িয়ে বা মাটিতে বসে এই আসনটি অভ্যাস করা যায়। কিন্তু অনেকের পক্ষে সেভাবে আসনটি অভ্যাস করা সম্ভব হয় না বলে চেয়ারে বসে অপেক্ষাকৃত সহজ পদ্ধতিতে ফরোয়ার্ড ট্যুইস্ট আসন অভ্যাস করলে একই সুফল পাওয়া যায়।

কী ভাবে করবেন আসন

• সোজা হয়ে চেয়ারে বসুন, মাথা ও ঘাড় সোজা থাকবে। দুই হাত রাখতে হবে ঊরুর ওপর। চোখ বন্ধ করে মন শান্ত রেখে বসুন।

• এ বার চেয়ারের সামনে এগিয়ে এসে বসুন। দুই হাঁটু জড়ো করে এটি হল আসন শুরুর প্রারম্ভিক অবস্থান। ধীরে ধীরে শ্বাস নিন।

• শ্বাস ছেড়ে কোমর থেকে বাম দিকে ঘুরে নিচু হয়ে ডান হাত বাম পায়ের আঙুলে ঠেকান ও বাম হাত সোজা করে ওপরের দিকে তুলুন। একই সঙ্গে ঘাড় ঘুরিয়ে ওপরের আঙুলের দিকে তাকান।

• এই অবস্থানে কয়েক সেকেন্ড থেকে শ্বাস নিতে নিতে সোজা হয়ে প্রারম্ভিক অবস্থানে ফিরে আসুন। শ্বাস প্রশ্বাসের তাল মেলাতে অসুবিধে হলে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে নিতে আসন অভ্যেস করতে পারেন।

• শরীরে যতটা সহ্য হয় সে টুকুই করবেন। জোর করে আসন করা ঠিক নয়। প্রথম দিকে নিচু হতে অসুবিধা হতে পারে। পায়ের আঙুলে হাত না পৌঁছলে যতটা পারবেন তত টুকুই নিচু হবেন।

• এ বারে একই ভাবে ডান দিকে ঘুরে নিচু হয়ে বাম হাত দিয়ে ডান পায়ের পাতা ছুঁয়ে ডান হাত ওপরে তুলে ঘাড় ঘুরিয়ে ওপরের দিকে তাকাতে হবে।

• দুই দিক মিলে এক রাউন্ড সম্পূর্ণ হল। পর্যায়ক্রমে ৩ – ৫ রাউন্ড অভ্যাস করতে হবে। অভ্যাস শেষ করে সোজা হয়ে বসে চোখ বন্ধ করে কিছুক্ষণ বিশ্রাম নিন।

সতর্কতা

কোমরে, পিঠে বা ঘাড়ে খুব ব্যথা থাকলে, কিংবা হার্নিয়ার সমস্যায় এই আসনটি করা অনুচিত। স্লিপ ডিস্ক থাকলেও ফরোয়ার্ড ট্যুইস্ট অভ্যাস করবেন না। শুরুতে বর্ণনা অনুযায়ী ছবির মত করে আসনটি করার দরকার নেই। যে টুকু শরীরে কুলোবে ততটুকুই করবেন।

কেন করব

নিয়মিত এই ফরোয়ার্ড ট্যুইস্ট আসনটি অভ্যাস করলে মেরুদণ্ড নমনীয় হয়। শিরদাঁড়ার সংলগ্ন পেশি ও অস্থিসন্ধিতে রক্ত চলাচল বাড়ে বলে জড়তা কেটে গিয়ে মেরুদণ্ড নমনীয় হয়। ঘাড় ও পিঠের ব্যথা কমে। নিচু হওয়ার কারণে পেটের অভ্যন্তরে রক্ত চলাচল বাড়ে। ফলে হজম শক্তি বাড়ে এবং গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা চলে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement