Chef

Wine Glass Trolling: সুরার গ্লাস ধরা নিয়ে তুফানি গোলমাল, নিন্দার মুখে শেফ

কোন ওয়াইন গ্লাস কী ভাবে ধরতে হয়, তা-ই শেখাচ্ছিলেন এক শেফ। সেই ভিডিয়ো দেখে বিরক্তি ছড়িয়ে পড়ল। লোকে বললেন, বিলিতিদের নকল করছেন কেন!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ জুলাই ২০২২ ১৮:৪১
Share:

শেফ পঙ্কজ ভাদোরিয়া বেশ জনপ্রিয়। রান্নাবান্না যাঁরাই করতে ভালবাসেন, তাঁদের অনেকেই পঙ্কজের ভিডিয়ো পছন্দ করেন।

ওয়াইন গ্লাস ধরার কায়দা আছে। কী ভাবে ধরলেন কোন গ্লাস, তার উপর নির্ভর করবে কতটা স্বাদ নিতে পারবেন সেই ওয়াইনের। কিন্তু তা তো শিখতে হবে। না হলে কী ভাবে জানবেন, কোন ওয়াইনের গ্লাস কী ভাবে ধরলে আসলে মিলবে শ্রেষ্ঠ স্বাদ।

Advertisement

কিন্তু তা শেখাতে গিয়েই হল বিপত্তি। শেফ পঙ্কজ ভাদোরিয়া এমনিতে বেশ জনপ্রিয়। রান্নাবান্না যাঁরাই করতে ভালবাসেন, তাঁদের অনেকেই পঙ্কজের ভিডিয়ো পছন্দ করেন। তবে রান্না শেখানোর পাশাপাশি, মাঝেমধ্যে এমন কিছু ভিডিয়োও করেন তিনি, যেখানে রেস্তরাঁয় কেমন ভদ্রতা করা উচিত, অন্য কোথাও খাওয়াদাওয়ার সময়ে কী নিয়ম মানা প্রয়োজন— এ ধরনের কিছু টোটকা দিয়ে থাকেন তিনি। তেমনই একটি ভিডিয়োতে পঙ্কজ শেখাচ্ছিলেন ওয়াইন গ্লাস ধরার কায়দা।

ওয়াইন গ্লাস কী ভাবে ধরছেন, তার উপর নির্ভর করে সুরার আসল স্বাদ পাওয়ার সম্ভাবনাও।

তবে সেই ভিডিয়ো দেখেই শুরু হল হট্টগোল। কেউ বললেন, বিলিতিদের অনুকরণ করছেন তিনি। কেউ আবার বললেন, ঔপনিবেশিক প্রভাব ছেড়ে এ বার বেরিয়ে আসার সময় এসেছে। বিশেষ করে শেফদের তো বেরোতেই হবে ঔপনিবেশিকতার এই ফাঁদ থেকে।

Advertisement

এর পরেই শুরু হয় হইচই। একদল বলেন, সত্যিই ঔপনিবেশিকতার ফাঁদ থেকে বেরোতে হবে। আর এক দলের আবার বক্তব্য, নতুন কিছু শিখতে তো ক্ষতি নেই!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement