তৃতীয় ৮টি কোথায়? ছবি: সংগৃহীত
অনেক সময় অনেক কিছু চোখের সামনে থাকলেও আমরা দেখতে পাই না। শুধু দৃষ্টিভ্রম নয়, মনোযোগ সহকারে দেখতে না পারাও এর কারণ হতে পারে। তেমনই একটি জিনিস তাসের এই পাতাটি।
যাঁরা তাস সম্পর্কে অবগত, তাঁরা জানেন এই পাতাটির নাম ডায়মন্ডের ৮। বাংলায় বললে রুহিতনের অষ্টম তাস। অসংখ্য বার এই তাসের পাতাটি আমাদের চোখে পড়েছে, চোখে পড়েছে তাসের দুই প্রান্তের দুই কোণে লেখা ৮ সংখ্যাটিও। কিন্তু জানেন কি, ওই দুটি ৮ ছাড়াও আরও একটি ৮ লুকিয়ে আছে এই তাসের মধ্যে?
ভাল করে মনোযোগ দিলে দেখা যাবে, রুহিতনের যে চিহ্নগুলি তাসের উপর একটি নির্দিষ্ট ভাবে সাজানো রয়েছে। আর তার ফাঁক দিয়ে যে সাদা অংশ সেই অংশটি যদি ঠিকঠাক জুড়ে নিয়ে একটি রেখা কল্পনা করা যায়, তবে তা দেখতে ঠিক ইংরেজি ৮ সংখ্যার মতোই হয়। যাঁরা তা-ও দেখতে পাচ্ছেন না, তাঁদের জন্য রইল ছবি।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
ছবি: সংগৃহীত