Cake

Viral: কেক না মানুষের মাথা বুঝে ওঠা অসম্ভব, অবিকল নিজের মতো প্রতিকৃতি গড়ে চমক শিল্পীর

অবিকল নিজের মতো দেখতে একটি আবক্ষ কেক গড়েছেন নাটালি সাইডসার্ফ। কেকটির নাম রেখেছেন ‘সেল্ফি কেক’ বা নিজস্বী কেক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মে ২০২২ ১৭:৩৭
Share:

এমন কেক আগে দেখেছেন? ছবি: ইন্সটাগ্রাম

যাঁরা কেক খেতে ভালবাসেন তাঁরা তো বটেই, যাঁরা কেক খুব একটা পছন্দ করেন না তাঁদের কাছেও এই কেক হতে পারে তুমুল আকর্ষণীয়। খুব মনোযোগ দিয়ে না দেখলে বোঝার উপায়ই নেই যে সেটি কেক না মানুষের মাথা! কান্ডটি ঘটিয়েছেন কেক শিল্পী নাটালি সাইডসার্ফ।

Advertisement

অবিকল নিজের মতো দেখতে একটি আবক্ষ কেক গড়েছেন নাটালি। কেকটির নাম নাটালি রেখেছেন ‘সেল্ফি কেক’ বা নিজস্বী কেক। ভিডিয়োর শুরুতে নাটালি কেকটি এমন ভাবে ধরে রেখেছিলেন যে, প্রথমে বোঝাই যায়নি যে সেটি তাঁর মুখ নয়। এর পর একাধিক ভঙ্গিতে কেকের সঙ্গে ‘পোজ’ দিয়েছেন তিনি। শেষ পর্যন্ত মাথার থেকে এক টুকরো কেটে নেওয়ার পর বোঝা যায় যে প্রতিকৃতিটি আসলে একটি কেক।

নিজেই নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন কেকটির ভিডিয়ো। আর ভিডিয়ো প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে কেকের ভিডিয়োটি। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে ৪৫ লক্ষ মানুষ দেখেছেন ভিডিয়োটি। পছন্দ করেছেন সাড়ে চার লক্ষ মানুষ। দেখে নিন সেই ভাইরাল ভিডিয়ো।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement