Priyanka Chopra

Priyanka Chopra: পোশাক বিভ্রাটে প্রিয়ঙ্কা, স্বচ্ছ পোশাকে ক্যামেরার আলো পড়তেই ব্যাগ দিয়ে ঢাকলেন শরীর

স্বামী নিক জোনাসের সঙ্গে নৈশভোজ সেরে বেরোনোর সময় প্রিয়ঙ্কা ধরা দিলেন কালচে-সবুজ রঙের স্বচ্ছ পোশাকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ মে ২০২২ ১০:০৮
Share:

সাহসী পোশাকে প্রিয়ঙ্কা ছবি: সংগৃহীত

মাঝে মধ্যেই সাহসী পোশাকে ক্যামেরার সামনে ধরা দেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। এ বার স্বামী নিক জোনাসের সঙ্গে নৈশভোজ সেরে বেরোনোর সময়ে প্রিয়ঙ্কা ধরা দিলেন কালচে-সবুজ রঙের স্বচ্ছ পোশাকে। নেট মাধ্যমে রীতিমতো ভাইরাল সেই ছবি।

Advertisement

তড়িঘড়ি নিজের ব্যাগ দিয়ে পরিস্থিতি সামাল দেন নিক জায়া ছবি: সংগৃহীত

ভাইরাল ছবিতে প্রিয়ঙ্কাকে দেখা গিয়েছে কালো রঙের হাত কাটা স্বচ্ছ পোশাকে, হাতে ছিল তুতে রঙের ব্যাগ। নিক জোনাসকে দেখা গিয়েছে কালো ঝলমলে কোট ও প্যান্টে।

এর আগেও একাধিকবার স্বচ্ছ পোশাকে দেখা গিয়েছে হলিউড ও বলিউডে সমান তালে অভিনয় করা প্রিয়ঙ্কাকে। তবে ভক্তদের একাংশের বক্তব্য, ভাইরাল ভিডিয়োতে উৎসাহী চিত্র গ্রাহকদের ক্যামেরা ঝলসে উঠতেই কিছুটা অপ্রস্তুত মনে হয়েছে তাঁকে। তবে তড়িঘড়ি নিজের ব্যাগ দিয়ে পরিস্থিতি সামাল দেন নিক জায়া। যদিও একে পোশাক বিভ্রাট বলে মানতে নারাজ ভক্তদের আরও এক অংশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement