গরম বাড়ছে। তাপপ্রবাহ এমনই পর্যায়ে পৌঁছে গিয়েছে যে, অসুস্থতার হার বেড়েছে।এ সময়ে খাওয়াদাওয়ায় বিশেষ ভাবে যত্ন নিতে হবে।খাওয়ার অভ্যাসে এখন অনেকটাই বদল এসেছে বাঙালির। রোল-চাউমিন-বার্গার-পিৎজায় মজেছেনঅনেকেই। কিন্তু এ সময়ে সাধারণ বাঙালি হালকা রান্না ঠান্ডা রাখতে পারে শরীর। এই তাপে শরীর সুস্থ রাখতে প্রায় ভুলতে বসা তেমন কিছু রান্নাই করতে পারেন নিজের বাড়িতে।
নিম-বেগুন: নিমপাতার নাম শুনলেই মুখ ভার হয় এখন অনেক শিশুর। কিন্তু গরমকালের রোগবালাই দূরে রাখতে যে প্রতিরোধশক্তি জরুরি, তা অনেকটাই দিতে পারে তেঁতো। দুপুরে ভাতের সঙ্গে বেগুন দিয়ে নিমপাতা ভাজা খাওয়ার অভ্যাস শরীর সুস্থ রাখবে।