ওয়াইন কি পারে চেহারা বদলে দিতে? ছবি: সংগৃহীত
রোজ একটা আপেল খেলে রোগবালাই আপনার থেকে দূরে থাকবে। এমনটাই প্রচলিত ধারণা। কিন্তু রোজ এক গ্লাস ওয়াইন খেলে?
তা হলে আপনাকে আরও সুন্দর লাগবে। এমনই বলছে সমীক্ষা।
সম্প্রতি ‘হেলথ’ পত্রিকার তরফে একটি সমীক্ষা চালানো হয়েছিল। জনা পঞ্চাশেক পড়ুয়া (২০ বছরের ঊর্ধ্বে প্রত্যেকের বয়স)-র স্বাভাবিক অবস্থায় ছবি তোলা হয়। তার পরে তাঁদের সামান্য ওয়াইন পান করতে দেওয়া হয়। এর পরে ছবি তোলা হয়।
ছবিগুলি এ বার রাখা হয় সম্পূর্ণ অচেনা কয়েক জনের সামনে। কী বলছেন তাঁরা?
তাঁদের প্রত্যেকের দাবি, ওয়াইন পান করার আগে এবং পরে চেহারায় বিস্তর ফারাক এসেছে। ওয়াইন পানের পরে বেশির ভাগকেই আগের চেয়ে বেশি সুন্দর দেখতে লাগছে।
কেন এমন হয় ওয়াইন পান করলে?
কেন এমন হয়?
‘লাইফসায়েন্স’ পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে এই সমীক্ষাকারী দলের প্রধান মার্কাস মুনাফো-র বক্তব্য, ওয়াইন পান করার পরে চেহারায় একটা লালচে ভাব আসে। সেটি ভাল পরিমানে রক্ত চলাচলের এবং সুস্থতার লক্ষণ। প্রত্যেকের চোখেই সুস্থ মানুষ খুব আকর্ষণীয়। মুনাফোর মতে, এর পাশাপাশি ওয়াইন পান করার পরে চোখের মণির ছিদ্রপথটিও একটু বড় হয়ে যায়। সেটাও অন্যদের আকৃষ্ট করে।
তাই রোজ এক গ্লাস করে ওয়াইন পান করলে অন্যের চোখে যে কেউই আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারেন।