Beauty Tips

Beauty Hacks: লকডাউনে নিজের যত্ন নেওয়ার সুযোগ পাচ্ছেন না? বাড়িতেই করুন ভুরু পরিষ্কার

করোনার কারণে মাঝে মাঝে এসে জুটছে বিধিনিষেধ। পার্লার যাওয়ার সুযোগ না থাকলেও ভুরু পরিষ্কার করুন বাড়িতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০২১ ২০:১৮
Share:

বড় চুলগুলোই তুলুন, ছোট ছোট চুল তুলবেন না। ফাইল চিত্র

এখন আপাতত পার্লার খুললেও, করোনার কারণে সবই অনিশ্চিত। কবে যে আবার জনজীবন স্তব্ধ হয়ে যাবে, আমরা কেউই জানি না। দীর্ঘ দিন ভুরু পরিষ্কার না করে থাকাও সম্ভব নয়। ধরুন আপনাকে অফিসের কাজে বেরোতে হবে, আপনি কি অপরিচ্ছন্ন ভুরু নিয়েই যাবেন? ভুরুর আকৃতির উপর নির্ভর করে মুখের সৌন্দর্যও। জেনে নিন বাড়িতে ভুরু পরিষ্কার করার সহজ কিছু উপায়।

Advertisement

১) প্রথমে ছোট চিরুনি দিয়ে ভুরু আঁচড়ে নিন।

২) তার পর বড় হয়ে যাওয়া চুলগুলো কাঁচি দিয়ে সমানভাবে ছেঁটে নিন। খেয়াল রাখবেন বড় হয়ে যাওয়া চুল ছাঁটতে গিয়ে ছোট চুল না কেটে যায়।

Advertisement

৩) এর পর ভুরুর উপরের অংশের হাড়ে হাত দিয়ে হালকা মালিশ করুন, যাতে লোমকুপগুলো উন্মুক্ত হয়। এছাড়া এই মালিশের ফলে ব্যথা কম লাগে।

৪) অনেক বিশেষজ্ঞেরা বলছেন, হালকা গরম জলে স্নান করে এসে ভুরু পরিষ্কার করুন।

খেয়াল রাখবেন বড় হয়ে যাওয়া চুল ছাঁটতে গিয়ে ছোট চুল না কেটে যায়। ফাইল চিত্র

৫) এবার আয়নার দিকে তাকিয়ে দুই ভুরুর গোড়ার অংশে একটা পেনসিলের দাগ দিন। এতে আপনারই বুঝতে সুবিধে হবে।

৬) সন্না দিয়ে ভুরু তুলতে থাকুন। সন্না দিয়ে ভুরু তোলার সময় এক হাত দিয়ে ভুরুর উপরের ত্বকটা চেপে ধরুন। এতে কম লাগার আশঙ্কা থাকে। যেখানে বেশি আলো পাবেন সেখানেই এটা করা ভাল, তাহলে চুলগুলোকেও ভাল করে দেখা যাবে।

৬) বড় চুলগুলোই তুলুন, ছোট ছোট চুল তুলবেন না। এই ছোট চুলগুলোই ভুরুকে ভরাট রাখে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement