Exercise for Hair Growth

৩ ব্যায়াম: নিয়মিত করলে চুল লম্বা হবে দ্রুত, ফিট থাকবে শরীরও

রোজ যদি কয়েকটি ব্যায়াম মন দিয়ে করা যায়, তবে চুল সংক্রান্ত কোনও সমস্যায় নাজেহাল হতে হবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৩ ১৫:১০
Share:

ব্যায়াম করেই লম্বা হবে চুল। ছবি: সংগৃহীত।

ফিট থাকতে শরীরচর্চার কোনও বিকল্প নেই। তবে নিয়ম করে ব্যায়াম করলে যে শুধু ওজন নিয়ন্ত্রণে থাকে, তা নয়, মজবুত হয় চুলের গোড়াও। চুল বাড়ে দ্রুত। চুল ভাল রাখতে কম চেষ্টা করেন না কেউই। বাজারচলতি প্রসাধনীর ব্যবহার থেকে খাওয়াদাওয়ায় পরিবর্তন আনা, অনেকেরই দৈনন্দিন রুটিনে কেশচর্চা আলাদা একটা বিষয়। কিন্তু এত কিছু করেও অনেক সময়ে কোনও সুফল পাওয়া যায় না। অথচ সমাধান কিন্তু হাতের কাছেই। রোজ যদি কয়েকটি ব্যায়াম মন দিয়ে করা যায়, তবে চুল সংক্রান্ত কোনও সমস্যায় নাজেহাল হতে হবে না।

Advertisement

কার্ডিয়ো

রোজ কার্ডিয়ো করেন অনেকেই। এতে শরীর তো ফিট থাকেই, সঙ্গে ভাল থাকে চুলও। কার্ডিয়ো করলে মাথার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। ফলে চুলের বৃদ্ধিও হয় দ্রুত। দৌড়নো, সাইকেল চালানো, সাঁতার কাটা হল সবচেয়ে কার্যকর কার্ডিয়োগুলির মধ্যে অন্যতম। চুলের যত্ন নিতে রোজ ঘুরিয়ে-ফিরিয়ে কার্ডিয়ো করতে পারেন।

Advertisement

ওজন তোলা

জিমে গিয়ে ওজন তুললে শুধু পেশি সবল এবং শক্তিশালী হয় না, চুলেও জেল্লা আসে। চুল লম্বা হয় দ্রুত। এই ধরনের শরীরচর্চায় হরমোন ক্ষরণ পর্যাপ্ত পরিমাণে হয়। শরীর হরমোনের ভারসাম্য ঠিক থাকলে চুল এবং ত্বক, দুই-ই ভাল থাকে।

নিশ্বাসের ব্যায়াম

প্রাণায়াম, কপালভাতি কিংবা এই ধরনের নিশ্বাসের ব্যায়াম করলে মানসিক চাপ দূর হয়। ফলে মন এবং মস্তিষ্ক দুই-ই শান্ত হয়। অবসাদ কমে। মানসিক চাপ হল চুল ঝরার অন্যতম কারণ। প্রতি দিন যদি অল্প সময়ের জন্য হলেও প্রাণায়াম, ধ্যান করতে পারেন, শরীর এবং চুল দুই-ই ভাল থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement