প্রাকৃতিক উপায়ে কাজল বানানোর পদ্ধতি শিখে নিন। ছবি: ফ্রিপিক।
কাজল, আইলাইনার সবেতেই এখন গাদা গাদা রাসায়নিক। বেশি ব্যবহারে চোখের ক্ষতি হতে বাধ্য। তার চেয়ে ঘরেই পাতুন কাজল। বার বার দোকান থেকে বা অনলাইনে কেনার ঝক্কিও নেই। খরচও বাঁচবে। চোখের স্বাস্থ্যও ভাল থাকবে। প্রাকৃতিক উপায়ে কাজল বানানোর পদ্ধতি শিখে নিন।
কী কী লাগবে?
একটি প্রদীপ, একটি মাঝারি মাপের প্লেট, ঘি, কয়েক ফোঁটা আমন্ড তেল, কাজল রাখার কৌটো।
কী ভাবে বানাবেন?
প্রথমে ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে নিন। এ বার প্রদীপের শিখাটি প্লেট দিয়ে ঢেকে রাখুন। এমন ভাবে ঢাকতে হবে যাতে শিখা প্লেট স্পর্শ করে। কয়েক ঘণ্টা প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে। তার পর প্লেটটি তুলে দেখবেন, সেখানে একটি কালো স্তর তৈরি হয়েছে। এই কালো স্তরটি ঘি ও আমন্ড তেল দিয়ে ঘষে ঘষে তুলে কাজল রাখার কৌটোতে ভরে নিন। এ বার ঠান্ডা করে নিলেই তৈরি হয়ে যাবে কাজল। পরার সময় আপনার পুরোনো কাজল পেনসিলের ডগার সাহায্য নিতে পারেন। এই কাজল অনেক বেশি ঘন হবে।