—ফাইল চিত্র।
সকালে চোখে কাজল, লাইনার পরে অফিসে এলেন। দুপুর গড়াতে না গড়াতেই কাজল গড়িয়ে নামল চোখের কোলে, লাইনারের রেখাও হল ফ্যাকাশে! ত্বক বেশি তৈলাক্ত হলে সকাল থেকে দুপুর হওয়ার আগেই ঘাঁটবে কাজল, বারোটা বাজবে আইলাইনারের। তবে কিছু টোটকা আগে থেকে জানা থাকলে চোখের সাজ ঘেঁটে যাওয়া আটকে দিতে পারেন।
—ফাইল চিত্র।
১। কাজল পরার আগে চোখের পাশের অংশে ভাল করে সিসি ক্রিম লাগিয়ে নিন। এটি চোখের চারপাশে অতিরিক্ত তেল ও আর্দ্রতা শুষে নেয়।
২। সাজগোজের ঘণ্টাখানেক আগে একটু বরফের কুচি কোনও সুতির কাপড়ে মুড়ে চোখের চারপাশে চেপে মাসাজ করুন। তার পর কাজল বা আইলাইনার ব্যবহার করুন।
৩। চোখের ওয়াটারলাইনে কাজল বা আইলাইনার পরুন, তাতে স্মাজ হওয়ার ভয় থাকে না।
—ফাইল চিত্র।
৪। কাজল বা আইলাইনার পরার পর চোখটি ভাল করে শুকাতে দিন। সব সময় ওয়াটার প্রুফ কাজল বা আইলাইনার ব্যবহার করুন।
৫। কাজল পরার আগে চোখে কমপ্যাক্টের পাফ বুলিয়ে নিন। এতে চোখের আর্দ্রতা সরে যায় ফলে আইলাইনার বেশি ক্ষণ টিকে থাকে