Hair Care Tips

Hair Care tips: কেবল রান্নার স্বাদ বাড়াতেই নয়, চুলের পরিচর্যায় ব্যবহার করুন লবঙ্গ

চুল পড়ার সমস্যায় কম বেশি সকলেই নাজেহাল! কেউ কেউ আবার সারা বছর ধরে খুশকির সমস্যায় ভোগেন। নামী-দামি পণ্য ব্যবহার করেও সুফল মেলে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ মার্চ ২০২২ ১৬:৫৬
Share:

চুলের নানা সমস্যার দাওয়াই হতে পারে লবঙ্গ। ছবি: সংগৃহীত

রান্নায় স্বাদ বাড়াতে ফোড়ন হিসেবে আমরা হামেশাই লবঙ্গ ব্যবহার করি। দাঁতের ব্যথা কিংবা শুকনো কাশি হলেও কিন্তু লবঙ্গই করে মুশকিল আসান। তবে জানেন কি, চুলের পরিচর্যাতেও লবঙ্গের জুড়ি মেলা ভার?

Advertisement

চুল পড়ার সমস্যায় কম বেশি সকলেই নাজেহাল! কেউ কেউ আবার সারা বছর ধরে খুশকির সমস্যায় ভোগেন। নামী-দামি পণ্য ব্যবহার করেও সুফল মেলে না। চুলের এই সব সমস্যার দাওয়াই হতে পারে লবঙ্গ। অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর হেঁশেলের এই উপাদানটি চুলের গোড়া মজবুত করে। লবঙ্গে উচ্চ মাত্রায় ভিটামিন কে থাকে। লবঙ্গের তেল মাথায় লাগালে রক্ত সঞ্চালন ভাল হয়, ফলে নতুন চুল গজায়। কম বয়েসেই অনেকের পাকা চুল সমস্যা দেখা যায়। এই সমস্যা দূর করতেও লবঙ্গ দারুণ উপকারী।

তবে কেবল লবঙ্গের তেলই নয় ঘরোয়া পন্থায় লবঙ্গের জল বানিয়েও চুলে ব্যবহার করা যেতে পারে।

প্রতীকী ছবি

কী ভাবে তৈরি করবেন?

Advertisement
  • একটি পাত্রে চার কাপ জল ফুটিয়ে নিন।
  • জল ভাল করে ফুটে গেলে দশটি লবঙ্গ দিয়ে দিন।
  • কয়েকটি কারিপাতাও ফেলে দিন জলে।
  • জল খানিকটা কমে গেলে গ্যাসের আঁচ বন্ধ করে দিন।
  • জল ঠান্ডা হয়ে গেলে কাচের শিশিতে ঢেলে ফ্রিজে রেখে দিতে পারেন।

এই জলের অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-সেপটিক গুণ খুশকির সমস্যা দূর করে। এই জল দিয়ে সপ্তাহে অন্তত দু’দিন মাথায় মালিশ করলে মাথার ত্বকের শুষ্কতা কমে। কারিপাতায় উপস্থিত বিটা ক্যারোটিন চুল ঝরা কমায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement