Dry Skin

Dry Skin: শীতকালে শুষ্ক ত্বকের সমস্যা এড়াতে চান? কোন কাজ একেবারেই করবেন না

নানা রকম ব্যবস্থা নেওয়া হলেই যে ত্বক ভাল থাকবে, তেমন না-ও হতে পারে। বরং তার চেয়ে অনেক বেশি জোর দেওয়া জরুরি কোন কোন কাজ করবেন না, সে দিকে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২১ ২০:৪১
Share:

শীতকালে শুষ্ক ত্বকের বিশেষ ভাবে ত্বকের যত্ন নেওয়া হয়।

শীতকালে শুষ্ক ত্বকের সমস্যায় ভোগেন অনেকেই। এই সময়টিতে বিশেষ ভাবে ত্বকের যত্ন নেওয়া হয়। কেউ বার কয়েক ময়শ্চারাইজার মাখেন। কেউ আবার নানা রকম ফেসপ্যাক ব্যবহার করেন। কিন্তু এতে কি কাটতে পারে ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা?
নানা রকম ব্যবস্থা নেওয়া হলেই যে ত্বক ভাল থাকবে, তেমন না-ও হতে পারে। বরং তার চেয়ে অনেক বেশি জোর দেওয়া জরুরি কোন কোন কাজ করবেন না, সে দিকে।
শীতের সময়ে ত্বক কোমল রাখতে চাইলে কয়েকটি কাজ একেবারেই করা যাবে না। কী সেই কাজ?

Advertisement

প্রতীকী ছবি।

১) বার বার মুখ ধোবেন না। দিনে অনেক বার করে শুধু জল দিয়ে মুখ ধুলে ত্বক শুষ্ক হয়ে যাওয়ার আশঙ্কা বেড়ে যায়। যাঁদের ত্বক ইতিমধ্যেই শুষ্ক হয়ে গিয়েছে, তাঁদের তো অবশ্যই বেশি মুখ ধোয়ার অভ্যাসে হ্রাস টানতে হবে।

২) শুকনো ত্বকে ময়শ্চারাইজার লাগালেও ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। ময়শ্চারাইজার ব্যবহার করার আগে অবশ্যই মুখ ভাল করে ধুয়ে নিন। তার পর হাল্কা ভেজা ভাব থাকতে থাকতে ময়শ্চারাইজার লাগান।

Advertisement

৩) শীত মানেই দিনের বেলায় বেশ কয়েক বার কফি আর সন্ধ্যায় মদ্যপান? কোনওটিই ত্বকের জন্য উপকারী নয়। বরং শুষ্ক ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে কমাতে হবে কফি খাওয়া এবং মদ্যপানের অভ্যাস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement