Skin Care Tips

Saraswasti Puja 2022: সরস্বতী পুজোর আগে ত্বকের জেল্লা ফেরাতে চান? রাতে মাখতে পারেন ঘরে তৈরি মাস্ক

রাত পর্যন্ত কাজ। ক্লান্তির ছাপ চোখ-মুখে। কিন্তু সরস্বতী পুজোর সাজ তো নষ্ট করা যায় না। রাতে ঘুমের আগে মাখতে পারেন একটি মাস্ক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২২ ২০:১০
Share:

প্রতীকী ছবি।

রাত পোহালেই সরস্বতী পুজো। এ দিকে, কাজের চাপ কম্পিউটার থেকে মুখ তুলতে পারছেন না। কাজের শেষে সারা দিনের ক্লান্তির ছাপ লেগে থাকবে চোখ-মুখে। তার মধ্যে পুজোর সকালের শাড়ির সাজ খুলবে তো?

Advertisement

এমন চিন্তা অনেকের মনেই আছে। কিন্তু সমস্যার সমাধান করার সময় কোথায়? রাত জেগে হয়তো বা পুজোর ব্যবস্থাও করতে হবে।

এরই মধ্যে অল্প সময়ে নেওয়া যায় ত্বকের যত্ন। রাতে ঠাকুর সাজানোর ফাঁকে নিজের জন্য বার করতে হবে ১৫ মিনিট। তা হলেই যথেষ্ট। হেঁশেলের কয়েকটি জিনিস দিয়ে বানিয়ে ফেলুন একটি মাস্ক। সেটিই বাড়াবে জেল্লা।

Advertisement

কী ভাবে বানাবেন সেই মাস্ক?

একটি পাত্রে দুই টেবিল চামচ দুধ নিন। তার মধ্যে দিয়ে দিন এক চা চামচ হলুদ গুঁড়ো। দুধ আর হলুদ ভাল ভাবে মিশিয়ে নিন। এ বার তাতে দিয়ে দিন দু’ফোঁটা মধু। ব্যস, মাস্ক তৈরি।

প্রতীকী ছবি।

তবে আপনার কাজ একটু বাকি আছে। মাস্কটি মাখার আগে হাতে অল্প নারকেল তেল নিন। তা ভাল ভাবে মুখে মেখে মিনিট পাঁচেক রাখুন। এর পর একটি ভেজা টিস্যু পেপার দিয়ে মুখ মুছে ফেলুন। তার পর দুধ-হলুদের মাস্ক মুখে মেখে নিন।

যত ক্ষণ পারবেন রেখে দিন এই মাস্ক। রাখে ঘুমাতে যাওয়ার আগে ঠান্ডা জলে মুখ ধুয়ে ময়শ্চারাইজার মেখে নেবেন।

সকালে উঠে দেখবেন চোখ-মুখে আর আগের মতো ক্লান্তির দাগ নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement