Papaya Facial

ফেসিয়াল করার জন্য পার্লারে যাবেন কেন, পাকা পেঁপের গুণেই ত্বক হবে চকচকে

পেঁপে দিয়ে বাড়িতেই ফেসিয়াল করে নিতে পারবেন। বিভিন্ন ভাবে করা যায়। তারই কয়েকটি সুলুকসন্ধান রইল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৪ ১৯:৪৬
Share:

পেঁঁপের গুণে ত্বক হবে জেল্লাদার। ছবি: সংগৃহীত।

সারা সপ্তাহ সময় পান না। তাই ছুটির দিনের অনেকটা সময় কেটে যায় পার্লারে। যতই ব্যস্ততা থাক, ত্বকের যত্ন তো নিতে হবে। অনেকেই মাসে এক বার কিংবা ১৫ দিন অন্তর ফেসিয়াল করাতে পার্লারে যান। টাকাও খরচ হয় অনেকটাই। তবে পেঁপের উপর ভরসা রাখলে রূপচর্চা করতে পার্লারে যাওয়ার প্রয়োজন ফুরাবে। পেঁপে দিয়ে বাড়িতেই ফেসিয়াল করে নিতে পারবেন। বিভিন্ন ভাবে করা যায়। তারই কয়েকটি সুলুকসন্ধান রইল।

Advertisement

পেঁপে এবং চালের গুঁড়ো

পাকা পেঁপে এবং চালের গুঁড়ো থাকলে ত্বকের যত্ন নিয়ে ভাবতে হবে না। পাকা পেঁপে চটকে তার সঙ্গে খানিকটা চালের গুঁড়ো মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিন। তার পর সেটি ত্বকে মেখে কিছু ক্ষণ অপেক্ষা করুন। এক্সফোলিয়েশনের সময় দিন। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। কয়েক দিনের ব্যবহারে ত্বক মসৃণ এবং টানটান হবে।

Advertisement

পেঁপে এবং অ্যালো ভেরা জেল

ত্বক টানটান করতে এই দুইয়ের জুড়ি মেলা ভার। পাকা পেঁপে এবং অ্যালো ভেরা জেল একসঙ্গে চটকে ত্বকে মাখুন। ত্বকে মাখার সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবেন না। শুকিয়ে খটখটে হয়ে এলে তার পর জলের ঝাপ্টা দিয়ে মুখ ধুয়ে নিন। ত্বক মসৃণ হবে।

পেঁপে এবং দুধ

দুধ হল ত্বকের প্রাকৃতিক ক্লিনজার। তাই পেঁপের সঙ্গে দুধ জুড়ি বাঁধলে বেশি উপকার। চার টুকরো পেঁপের সঙ্গে কয়েক চামচ দুধ মিশিয়ে চামচ দিয়ে একেবারে মিহি করে নিন। তার পর ত্বকে হাত দিয়ে ভাল করে লাগিয়ে মালিশ করে কিছু ক্ষণ অপেক্ষা করুন। শুকিয়ে এলেই ধুয়ে ফেলুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement