তেল মাখার সময়ে কোন ভুলগুলি একেবারেই করবেন না? ছবি: ফ্রিপিক।
তেল মাখার পরেই চুল উঠছে? অনেককেই বলতে শুনবেন, মাথায় তেল মাখলেই নাকি চুল ওঠে। আসলে তা নয়। বরং তেল মাখলে চুল ভাল থাকে। কিন্তু চুলে তেল মালিশের নিয়ম আছে। কোন সময়ে তেল মাখবেন, কতটা তেল চুলে মালিশ করবেন, তার নির্দিষ্ট পরিমাণও আছে। বেশির ভাগই সেই নিয়ম মানেন না। যে কারণেই চুলের গোড়া দুর্বল হয়ে গিয়ে রাশি রাশি চুল উঠতে শুরু করে।
রুক্ষ-শুষ্ক চুল নরম ও জেল্লাদার করে তুলতে তেলেই বেশি ভরসা করেন মা-ঠাকুমারা। আগেকার দিনে যখন এত রকম প্রসাধনী ছিল না, তখন চুলে ভাল করে তেলই মাখতেই মহিলারা। আর তাতেই কোমর ছাপানো লম্বা ও মজবুত চুল হত। এখন অনেক নামী-দামি ব্র্যান্ডের হেয়ার অয়েল বেরিয়ে গিয়েছে। আপনি চুলে যে তেলই ব্যবহার করুন না কেন, তা করতে হবে নিয়ম মেনেই। জেনে নিন কী ভাবে।
মাথায় তেল মালিশের সময়ে কোন কোন ভুল করবেন না?
১) ‘আমেরিকান অ্যাকাডেমি অফ ডার্মাটোলজি অ্যাসোসিয়েশন’-এর একটি গবেষণা বলছেন, চুলে অতিরিক্ত তেল মালিশ করলে চুলের গোড়া দুর্বল হয়ে যেতে পারে। চুল তার স্বাভাবিক আর্দ্রতা হারাবে। সপ্তাহে দু’দিন তেল মালিশ করতে পারলে ভাল। তবে তার বেশি নয়।
২) কতটা তেল মাখছেন তা-ও গুরুত্বপূর্ণ। চুল কতটা লম্বা, ঘনত্ব কেমন, সেই বুঝে তেলে লাগাতে হবে। একগাদা তেল জবজবে করে লাগিয়ে রাখলে চুলের পুষ্টি তো হবেই না, উল্টে ক্ষতি হবে। চুলের ডগা ফাটতে শুরু করবে, গোড়া থেকে আলগা হয়ে চুল ঝরতে থাকবে।
৩)চুলের ধরন অনুযায়ী তেল বাছুন। সব তেল কিন্তু সকলের চুলের জন্য সঠিক নয়। মাথার ত্বকের ধরন বা সমস্যা বুঝে সঠিক তেল নির্বাচন করতে না পারলে চুল উঠবেই। চুলে চিটচিটে ভাবও হবে। রুক্ষ চুলের জন্য বাছুন নারকেল তেল। যদি চুল খুব শুষ্ক হয় এবং ডগা ফেটে যাওয়ার সমস্যা থাকে, তা হলে নারকেল তেলই আদর্শ। রোজের যে তেল মাথায় মাখেন, তার সঙ্গে কয়েক ফোঁটা মিশিয়ে নেবেন রোজ়মেরি তেল। এতে খুশকি দূর হবে তাড়াতাড়ি। মাথার ত্বকে চুলকানির সমস্যা থাকলে ভিটামিন ই সমৃদ্ধ কাঠবাদামের তেল খুবই কার্যকরী হতে পারে। পাতলা চুল এবং চুল পড়ার সমস্যায় কাজে লাগাতে পারেন ক্যাস্টর তেল। তবে রাতারাতি ফলের আশা করা কিন্তু বৃথা। অন্তত মাস তিনেক সময় দিতে হবে।
৪) হালকা হাতে তেল মালিশ করতে হবে চুলে। আঙুল দিয়ে চক্রাকারে মাথার তালুতে তেল মালিশ করতে হবে। খুব বেশি চাপ দিয়ে বা জোরে মালিশ করলে চুলের গোড়া দুর্বল হয়ে যেতে পারে।
৫) তেল হালকা গরম করে মাথায় মাখতে পারেন। এতে তেল ভাল ভাবে চুলে বসবে। কিন্তু কখনওই খুব গরম তেল মাথায় মাখবেন না। এতে চুল তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। চুল উঠে টাকও পড়ে যেতে পারে।
৬) তেল মালিশ করে ঘণ্টার পর ঘণ্টা রেখে দেবেন না। অনেকেই চুলে তেল মালিশ করে সারা রাত রেখে দেন। এতে চুল বেশি চিটচিটে হয়ে যাবে। তেল মালিশের পরে ৩-৪ ঘণ্টা রেখেই শ্যাম্পু করে নিতে হবে।
৭) তেল মালিশের পরে কি শক্ত করে চুল বেঁধে রাখেন? এই ভুলটি করবেন না। অনেকেই তেল মালিশের পরে ঘন ঘন চুল আঁচড়ান বা চুল শক্ত করে বেঁধে নেন। এতে চুল পড়ার সমস্যা আরও বেড়ে যেতে পারে।