Masaba’s Postpartum Skincare

তিসি, টক দই এবং মধু দিয়ে তৈরি ঘরোয়া প্যাক মাখেন মাসাবা, এই প্যাক মাখলে ত্বকের কী উপকার হয়?

কয়েক মাস আগেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন মাসাবা। প্রসব-পরবর্তী ত্বকচর্চা নিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৯:৫২
Share:

ত্বকের যত্নে মাসাবার পছন্দ কেমন প্যাক? ছবি: সংগৃহীত।

মা হওয়ার পর জীবন অনেকখানি বদলে যায়। বদল আসে চেহারাতেও। হরমোনের হেরফেরে ত্বকের উপরেও প্রভাব পড়ে। সন্তান সামলে সালোঁয় যাওয়ার সুযোগ সকলের হয় না। তবে ঘরোয়া পদ্ধতিতে ত্বকের যত্ন নেওয়া যায়। এ প্রসঙ্গে পোশাকশিল্পী মাসাবা গুপ্তের পরামর্শ মেনে দেখতে পারেন নতুন মায়েরা। কয়েক মাস আগেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন মাসাবা। প্রসব-পরবর্তী ত্বকচর্চা নিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন তিনি। ফ্ল্যাক্সসিড বা তিসি, মধু এবং টক দই দিয়ে তৈরি ঘরোয়া প্যাকই পোশাকশিল্পীর ত্বকের যত্ন নেয়।

Advertisement

কী উপকার হয় এই প্যাক মাখলে?

১) অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদানে সমৃদ্ধ তিসি। যেগুলি ত্বকের প্রদাহজনিত সমস্যা বশে রাখে। শরীরে ফ্রি র‌্যাডিক্যালের সমতা বজায় রাখে। এ ছাড়া এই বীজের মধ্যে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। যা ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। আবার, তিসি এক্সফোলিয়েটর হিসাবেও দারুণ কাজের।

Advertisement

২) ত্বকের আর্দ্রতা ধরে রাখতে পারে মধু। প্রাকৃতিক এই উপাদানের অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণও রয়েছে, যা ব্রণ সৃষ্টিকারী ব্যাক্টেরিয়ার বাড়বাড়ন্ত রুখে দিতে পারে। ত্বকের জেল্লা ধরে রাখতেও সাহায্য করে মধু।

৩) ল্যাক্টিক অ্যাসিডে সমৃদ্ধ টক দই। ত্বকের উপরিভাগে জমে থাকা মৃত কোষের পরত সরাতে সাহায্য করে এই উপাদানটি। স্পর্শকাতর, শুষ্ক ত্বকের জন্য টক দই দারুণ কাজের।

কী ভাবে তৈরি করবেন এই প্যাক?

প্রথমে ছোট একটি পাত্রে এক টেবিল চামচ ফ্ল্যাক্সসিড পাউডার, এক টেবিল চামচ টক দই এবং এক চা চামচ মধু মিশিয়ে নিন। এ বার এই মিশ্রণ মুখে মেখে রাখুন মিনিট পনেরো। তার পর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। চাইলে এই প্যাকে এক চিমটে হলুদও মিশিয়ে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement