ত্বকের জেল্লা বৃদ্ধি পাবে গ্রিন টি মাখলে। ছবি: সংগৃহীত।
সকালে চায়ের কাপে চুমুক না দিলে দিনটা যেন শুরুই হতে চায় না। শরীরের কথা ভেবে অনেকেই দিনের শুরুতে গ্রিন টি-ই খান। প্রচলিত ধারণা, গ্রিন টি খেলে মেদ ঝরে। আসলে এই চায়ের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে, যেগুলি শরীরে জমে থাকা টক্সিন দূর করতে সাহায্য করে। আবার, বিপাকহারও ভাল হয় গ্রিন টি খেলে।
কিন্তু এই গ্রিন টি যে সমানতালে ত্বকেরও যত্ন নিতে পারে, তা হয়তো অনেকেই জানেন না। কাচের মতো স্বচ্ছ, উজ্জ্বল ত্বক পেতে ইদানীং অনেকেই দাম দিয়ে কোরিয়ান প্রসাধনী কেনেন। তবে রূপচর্চা শিল্পীরা বলছেন, হাতের কাছে গ্রিন টি থাকলে এত খরচ করার প্রয়োজনই হয় না। গ্রিন টি অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ। এ ছাড়া রয়েছে পলিফেনল এবং ‘এপিগ্যালোক্যাটেচিন গ্যালেট’ নামক উপাদান। এগুলি ত্বকের প্রদাহজনিত সমস্যা দূর করে। শরীরে ফ্রি র্যাডিক্যালের সমতা এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও সাহায্য করে গ্রিন টি।
গ্রিন টি-র সঙ্গে কী কী মেশালে ত্বক হয়ে উঠতে পারে ঝকঝকে?
১) গ্রিন টি এবং মধু
দুই টেবিল চামচ গ্রিন টি-র সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে এই মিশ্রণ মুখে মেখে রাখুন। পুরো শুকোনোর প্রয়োজন নেই। মিনিট দশেক পর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। স্পর্শকাতর ত্বকের জন্য এই প্যাক খুবই ভাল।
২) গ্রিন টি এবং দই
দুই চা চামচ দইয়ের সঙ্গে এক চা চামচ গ্রিন টি-র গুঁড়ো ভাল করে মিশিয়ে নিন। মিনিট কুড়ি পর জল দিয়ে ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বকের সমস্যায় এই প্যাক খুব ভাল কাজ করে।
৩) গ্রিন টি এবং অ্যালো ভেরা
শীতকালে শুষ্ক আবার গরমকালে তৈলাক্ত— এমন ত্বকে জেল্লা আনতে গ্রিন টি গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিন অ্যালো ভেরার শাঁস। আধ ঘণ্টা মুখে রেখে উষ্ণ জলে ধুয়ে ফেলুন।
৪) গ্রিন টি এবং অলিভ অয়েল
অতিরিক্ত শুষ্ক ত্বকের সমস্যা হলে গ্রিন টি-র সঙ্গে মিশিয়ে নিন কয়েক ফোঁটা অলিভ অয়েল। মিনিট পনেরো মুখে এই মিশ্রণ মেখে রেখে দিন। তার পর জল দিয়ে ধুয়ে ফেলুন।
৫) গ্রিন টি এবং বেসন
যাঁদের ত্বক তৈলাক্ত তাঁরা কিছুই মুখে মেখে রাখতে পারেন না। গ্রিন টি-র সঙ্গে বেসন এবং গোলাপজল মিশিয়ে প্যাক তৈরি করে নিতে পারেন। মুখে জেল্লা ফেরানোর পাশাপাশি ব্রণের সমস্যাও দূর করে এই মিশ্রণ।