Makeup Hacks

মেকআপ করলেই ত্বকে বয়সের ছাপ ফুটে উঠছে? রূপটানের সময় কোন ভুলগুলি এড়িয়ে চলবেন?

অনেকেই আবার নিজে নিজে সাজতে স্বচ্ছন্দ নন, কাজল, লিপস্টিক আর টিপের বাইরে নিজের হাতে সাজগোজ করলেই নাকি তাঁদের বয়স্ক দেখায়। কেন এমনটা হয়?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৩ ১৯:০৪
Share:

মেকআপেই ফুটে উঠবে যৌবনের জেল্লা। ছবি: সংগৃহীত।

বিয়েবাড়ি হোক কিংবা অফিস পার্টি, কলেজে যাওয়াই হোক কিংবা বন্ধুবান্ধবদের সঙ্গে সিনেমা দেখতে যাওয়া— টুকিটাকি মেকআপ করতে কমবেশি সব মেয়েই পছন্দ করেন। তবে অনেকেই আবার নিজে নিজে সাজতে স্বচ্ছন্দ নন, কাজল, লিপস্টিক আর টিপের বাইরে নিজে্র হাতে সাজগোজ করলেই নাকি তাঁদের বয়স্ক দেখায়। মেকআপ করার সময় কিছু ভুলের কারণে এই সমস্যায় পড়তে হবে। জেনে নিন, সুন্দর ছিমছাম মেকআপ করতে হলে রূপটানের সময় কোন ভুলগুলি এড়িয়ে চলবেন।

Advertisement

১) অতিরিক্ত ফাউন্ডেশন ব্যবহার করবেন না। রূপটানের ক্ষেত্রে ফাউন্ডেশন অতি গুরুত্বপূর্ণ উপাদান। তবে অতিরিক্ত ব্যবহার করলে মুখের উপর আস্তরণ পড়ে যায়, তখন সাজটা মুখে ঠিকঠাক বসে না।

২) রং ফর্সা করতে ‌অনেকের স্বভাব বেশি করে ফেস পাউডার মেখে নেওয়া। এই ভুলের কারণেও কিন্তু ত্বকে বয়সের ছাপ স্পষ্ট হয়ে পড়ে।

Advertisement

যথাসম্ভব কম ব্লাশ অন ব্যবহার করুন। ছবি: সংগৃহীত।

৩) ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে অনেকেই শিমার ব্যবহার করে থাকেন। শিমার মূলত দুই গালে ও চোখের পাতার উপর লাগানোর নিয়ম। তবে মুখের অন্যান্য অংশে শিমারের ব্যবহারে চেহারায় বার্ধক্যের ছাপ ফুটে উঠতে পারে।

৪) যথাসম্ভব কম ব্লাশ অন ব্যবহার করুন। অতিরিক্ত ব্লাশ অন ব্যবহার করলে গালের দু’পাশের চামড়া ঝুলে গেছে বলে মনে হয়।

৫) অনেকে ম্যাট লিপস্টিক পরতে ভালবাসেন। তবে চেহারার সঙ্গে মানানসই ম্যাট লিপস্টিক না পরলে মুখে বয়সের ছাপ প্রকট হয়ে ওঠার সম্ভাবনা থাকে। গ্লসি কিংবা সেমি গ্লসি লিপস্টিক পরে দেখতে পারেন।

৬) ভুরু আঁকার সময় সতর্ক থাকুন। বেশি গাঢ় করে ভুরু না আঁকাই ভাল। ভ্রূ অতিরিক্ত মোটা হয়ে গেলে বেশি বয়স্ক দেখতে লাগবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement