ছবি: সংগৃহীত
ঋতু আসে, ঋতু যায়। এই ভাবেই একদিন মফস্বল থেকে শহরের উপকণ্ঠে ছড়িয়ে পড়ে শীতের আমেজ। ত্বকের যত্ন থেকে শুরু করে সাজপোশাক—শীতে বদল ঘটে সবকিছুর। এমনকি, শীতের রূপটানেও থাকে আলাদা বিশেষত্ব। তার উপর শীতকাল জুড়ে নানা উৎসবের সমারোহ। এই শীতকালীন উৎসবে রূপটানে নজরকাড়তে সেজে উঠুন এই ভাবে।
ঠোঁট রাঙান গাঢ় লিপস্টিকে:
বিয়েবাড়ি হোক বা যেকোনও আনন্দ অনুষ্ঠানে এই শীতে ত্বক নয়, নজরকাড়া করে তুলুন ঠোঁটকে। গাঢ় লাল অথবা অন্য কোনও লিপস্টিকে রাঙাতে পারেন ঠোঁট।
ছবি: সংগৃহীত
চোখে সাজুক ক্যাট আইসে:
এই শীতে একটু আলাদা করে সাজতে চোখের রূপটানে আনতে পারেন নতুনত্ব। বিড়ালের চোখ বা ক্যাট-আইস বর্তমানে অধিকাংশের পছন্দের তালিকা। চোখের পাতার উপরে মাঝখান থেকে সরু করে আইলাইনার লাগিয়ে শেষের দিকটা মোটা করুন। অনেকটা ঠিক সংগীতশিল্পী অ্যাডেলের মতো।
ছবি: সংগৃহীত
চোখের পাতায় থাকুক একরাশ ধূসরতা:
চোখের পাতার উপর পোশাকের সঙ্গে মিলিয়ে রুপোলি, ধূসর, তামাটে ইত্যাদি রংগুলি আইশ্যাডো হিসাবে প্রাধান্য পাবে এই শীতে।
ছবি: সংগৃহীত
শুধু ত্বক নয়, ঠোঁটও হোক চকচকে:
গাঢ় লাল লিপষ্টিকের পাশাপাশি এই শীতে ঠোঁট সাজুক গ্লসি লিপষ্টিকেও।
ঠোঁট সাজুক গ্লসি লিপষ্টিকেও। ছবি: সংগৃহীত
ত্বকের রূপটান হোক ঠোঁটের সাজ অনুযায়ী:
যদি কেউ গাঢ় লাল অথবা অন্য কোনও রঙের লিপষ্টিক পরতে চান সেক্ষেত্রে ত্বকের রূপটান হবে হাল্কা। আর যদি কেউ গ্লসি ঠোঁট পছন্দ করেন, সেক্ষেত্রে ত্বক ও চোখের রূপটান হবে ভারী।
সুগন্ধিতে থাকুক ভালবাসার ছোঁয়া:
শীতের ভারী ভারী পোশাকের সঙ্গে চড়া কোনও সুগন্ধি ব্যবহার না করে হাল্কা রোমান্টিকতার মাখানো কোনও সুগন্ধি ব্যবহার করুন।