অ্যালো ভেরা জেল সব ধরনের ত্বকের জন্য নয়? ছবি: সংগৃহীত।
মাথায় অ্যালো ভেরা জেল মাখলে চুলের যাবতীয় সমস্যা মিটে যাবে। এমন বিশ্বাস থেকেই গাছের পাতা কেটে সরাসরি মাথার ত্বকে ঘষতে শুরু করেছেন। কিন্তু চুল পড়া বন্ধ হওয়া তো দূরের কথা, মাথায় অস্বস্তি বেড়ে গিয়েছে কয়েক গুণ। অ্যালো ভেরা জেল মাখার পর থেকেই সারা ক্ষণ মাথা চুলকাচ্ছে। এমন হলে চুল ঝরে পড়ার পরিমাণ বেড়ে যেতে পারে কয়েক গুণ। তা হলে অ্যালো ভেরা জেল সব ধরনের ত্বকের জন্য নয়? ত্বক চিকিৎসকেরা বলছেন, স্পর্শকাতর বা অতিরিক্ত র্যাশ, ব্রণ হয় এমন ত্বকেও চোখ বন্ধ করে অ্যালো ভেরা ব্যবহার করা যায়। কিন্তু গাছ থেকে পাতা কেটে সরাসরি তা মাথায় মাখা অনুচিত। তা ছাড়া, পাতা থেকে শাঁস সংগ্রহ করারও বিশেষ কিছু পদ্ধতি রয়েছে।
কী ভাবে পাতা থেকে সংগ্রহ করবেন অ্যালো ভেরার শাঁস?
১) প্রথমে গাছ থেকে পুরু একটি পাতা কেটে নিন।
২) একটি পাত্রে জল নিয়ে অ্যালো ভেরার পাতাটি বেশ কিছু ক্ষণ ভিজিয়ে রাখুন।
৩) তার পর ছুরি দিয়ে পাতাটি মাঝখান থেকে চিরে ফেলুন।
৪) এ বার চামচ দিয়ে পাতা থেকে শাঁস বার করে নিন।
৫) ব্লেন্ডারে ভাল করে মিশিয়ে নিন।
চুল পড়া বন্ধ করতে কী ভাবে মাখবেন অ্যালো ভেরা জেল?
১) অ্যালো ভেরা জেল মাখার আগে চুল ভাল করে আঁচড়ে নিন। চুলে যেন কোনও ভাবে জট না থাকে।
২) মাথার ত্বক অপরিষ্কার থাকলে কিন্তু অ্যালো ভেরা কোনও কাজ করবে না। তাই পারলে শ্যাম্পু করে নিন।
৩) এ বার হালকা ভিজে অবস্থায় থাকতে থাকতে ব্রাশ বা আঙুলের সাহায্যে মাথার ত্বকে মেখে নিন অ্যালো ভেরা জেল। চুলের গায়েও মাখতে পারেন।
৪) মাখার পর ৫ থেকে ১০ মিনিট মাসাজ করুন। মাথার ত্বকে রক্ত সঞ্চালন ভাল না হলে চুলের ফলিকল পুষ্টি পাবে না।
৫) অ্যালো ভেরা জেল ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা মাথায় মেখে রেখে দিন। অনেকেই সারা রাত রেখে দেন। তবে, ঠান্ডা লাগার ধাত থাকলে রাখার প্রয়োজন নেই।
৬) হালকা কোনও শ্যাম্পু ব্যবহার করতে পারেন। না হলে হালকা গরম জলে দিয়ে চুল ধুয়ে ফেলুন।