Banarasi Sari Care

এক বার পরেই বেনারসির সঙ্গে ছাড়াছাড়ি! দামি শাড়ি ভাল রাখতে যত্ন নেবেন কী ভাবে?

বিয়ের মরসুম। বেনারসি শাড়ি কেনার ধুম পড়ে এই সময়টায়। পাত্রীর জন্য তো বটেই, তাঁর মা-দিদি-বৌদি-সহ কাছের আত্মীয়েরাও বিয়েবাড়ির সাজের জন্য বেনারসি কেনেন এবং পরেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৪
Share:

তামান্না ভাটিয়া, দীপিকা পাড়ুকোনে, সোনাক্ষী সিংহ। ছবি : সংগৃহীত।

হালকা শাড়ির যুগেও বাঙালি আধুনিকারা আজও বিয়ের দিনের জন্য বেছে নেন বেনারসি শাড়ি। আবার সেই একই বেনারসি পরে বিয়ের রিসেপশনে হাজির হন অনুষ্কা শর্মা, দীপিকা পাড়ুকোনে, মৌনী রায়, সোনাক্ষী সিংহরা। বিশেষ দিনের বিশেষ সাজের জন্য আলিয়া ভট্ট, জাহ্নবী কপূর, প্রিয়ঙ্কা চোপড়ারাও বেছে নেন বেনারসি। মখমলে জমিতে জরির বুটি, নকশা পাড়। উজ্জ্বল রঙের উপরে সেই বুটি, নকশা রূপ-কথার গল্প বলে। যার টানে সাড়া না দিয়ে পারেন না শৌখিনীরা। কিন্তু বেনারসি শুধু পরলেই তো হল না, তার যত্নও করতে হয়।

Advertisement

ছবি: সংগৃহীত।

বিয়ের মরসুম। বেনারসি শাড়ি কেনার ধুম পড়ে এই সময়টায়। পাত্রীর জন্য তো বটেই, তাঁর মা-দিদি-বৌদি-সহ কাছের আত্মীয়েরাও বিয়েবাড়ির সাজের জন্য বেনারসি কেনেন এবং পরেন। কিন্তু বেনারসি শাড়ির ‘মুশকিল’ হল, তার নকশা এমনই নজরকাড়া যে এক বার দেখলে মনে থেকে যায় অনেক দিন। ইনস্টাগ্রাম সর্বস্ব দুনিয়ায় তাই বেনারসি এক বার কিনলেও বার বার পরার জো নেই। একটি বেনারসি এক বার পরার অন্তত বছর চারেক পরে আবার তাতে হাত পড়ে। দ্বিতীয় বার বেনারসি পরার সময় যাতে শাড়ি নষ্ট না হয়ে যায়, তাই যত্নে রাখতে হবে শখের শাড়িখানা।

ছবি: সংগৃহীত।

১। খাঁটি বেনারসি তৈরি হয় রেশম দিয়ে। তাতে থাকে বেনারসের তাঁতিদের বোনা সোনার জল বা রূপোর জল করা জরির সূক্ষ্ম কারুকাজ। শৌখিন ওই শাড়ির যত্নেও তাই দিতে হবে বাড়তি গুরুত্ব। শাড়ি পরার পরে সেটি পাট করে তুলে রাখার আগে শাড়িতে লেগে থাকা ধুলো বা ময়লা নরম কাপড় দিয়ে পরিষ্কার করে নিন।

Advertisement


ছবি: সংগৃহীত।

২। শাড়ি হ্যাঙারে ঝোলানোর বদলে পাট করে রাখুন। তবে খুব ছোট ভাঁজে পাট করবেন না। তাতে কাপড় ভাঁজে ভাঁজে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।

৩। বর্ষা বা শীতে স্যাঁতসেতে থাকে না এমন জায়গায় শাড়ি রাখুন। প্লাস্টিকের বদলে পাতলা কাপড়ের ব্যাগে বা কাপড়ে মুড়ে রাখতে পারেন বেনারসি।

৪। অতিরিক্ত গরম বা রোদ পড়ে এমন জায়গাতেও বেনারসি রাখা যাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement