Sweaty Scalp

মাথার তালু ঘামে বলে চুল খুলে রাখতে ভয় পান? সমস্যার সমাধান লুকিয়ে হাতের কাছেই

শাড়ির সঙ্গে কাঁধের উপর চুল এলিয়ে না রাখলে কি মায়াবী লুক আসবে? তার চেয়ে সাজগোজের সঙ্গে আপস না করে বরং কী ভাবে মাথার ত্বক শুষ্ক রাখবেন, সেটা জেনে নিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৪ ১৮:২৪
Share:

মাথার ত্বক যেন ঘেমে না যায়। ছবি: সংগৃহীত।

ভারত যে গ্রীষ্মপ্রধান দেশ, সেটা মর্মে মর্মে বোঝা যাচ্ছে। আশ্বিন মাসে শরতের মিঠে হাওয়ায় মন জুড়িয়ে যাওয়ার বদলে, ঘাম হচ্ছে দরদর করে। সেই ঘাম বসে চুলের হাল বেহাল হয়ে পড়ছে। এদিকে সামনেই পুজো। চুল যদি ঝলমলে আর ফুরফুরে না হয়ে, তা হলে পুজোর সাজ গোটাটাই মাটি। কিন্তু এই গরমে চুল খুলে বাইরে বেরোতে তাই ভয় পাচ্ছেন অনেকেই। অথচ শাড়ির সঙ্গে কাঁধের উপর চুল এলিয়ে না রাখলে কি মায়াবী লুক আসবে? তার চেয়ে সাজগোজের সঙ্গে আপস না করে বরং কী ভাবে মাথার ত্বক শুষ্ক রাখবেন, সেটা জেনে নিন।

Advertisement

১) মাথার ত্বকের মরা কোষ দূর করতে ভিনিগার ভাল বিকল্প হতে পারে। ভিনিগার মাথার ত্বককে সুস্থ এবং সতেজ রাখে। অথবা শ্যাম্পু করার আগে পিপারমিন্ট অয়েলও ব্যবহার করতে পারেন।

২) মাথার ত্বক যদি অতিরিক্ত তৈলাক্ত হয়, সে ক্ষেত্রে এক দিন অন্তর শ্যাম্পু ব্যবহার করুন। দরকারে ড্রাই শ্যাম্পু মাখুন। তবে নিয়মিত নয়। তাতে মাথার ত্বক আবার বেশি শুষ্ক হয়ে পড়তে পারে।

Advertisement

৩) গরমে স্ট্রেটনার, ড্রায়ারের মতো যন্ত্র ব্যবহার না করাই ভাল। এই ধরনের যন্ত্রের ব্যবহারে ত্বক বেশি তৈলাক্ত হয়ে পড়ে। খুশকির পরিমাণও বেড়ে যায়। তাই এই সমস্যা এড়াতে ব্যবহার করতে পারেন এসেনশিয়াল অয়েল। সুফল পাবেন।

৪) সপ্তাহে ২ বার হেয়ার মাস্ক ব্যবহার করুন। এতে চুল সুস্থ এবং পরিষ্কার থাকবে। চুলের গোড়া পরিষ্কার থাকলে ঘামের সমস্যাও কম হবে। মাথার ত্বকে ব্রণ, ফুসকুড়ি হওয়ার আশঙ্কাও কমবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement