Anti-Aging Serum

দোকান থেকে না কিনে ‘অ্যান্টি-এজিং সিরাম’ বাড়িতেই তৈরি করতে চান, কী ভাবে করবেন?

বাজারে তো নানা ধরনের সিরাম পাওয়া যায়। কোনও কোনও সিরাম আবার রাসায়নিক দিয়েও তৈরি। সেই রাসায়নিক সকলের মুখে সহ্য না-ও হতে পারে। তাই বাড়িতেই সহজে সিরাম বানানোর পদ্ধতি রইল এখানে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৭ জুন ২০২৩ ১৯:২২
Share:

ছবি: প্রতীকী

সহকর্মী প্রিয়ার কাছে বয়স কমানোর সেরামের গুণাগুণ শুনে দুম করে দাম দিয়ে একটা কিনে ফেলেছেন। এক দিন মাখতে না মাখতেই মুখে যেন কী সব বেরোতে শুরু করেছে। বুঝতেই পেরেছেন, এই প্রসাধনীটি ত্বকে সহ্য হচ্ছে না। বিপরীত প্রতিক্রিয়া হচ্ছে। ত্বক বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের প্রসাধনীতে বিভিন্ন উপাদান এত সক্রিয় অবস্থায় থাকে যে, সকলের ত্বকে তা কাজ না-ও করতে পারে। আবার তারুণ্য ধরে রাখতে গেলে একটা বয়সের পর থেকে মুখে অ্যান্টি-এজিং সিরাম মাখাও জরুরি। তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে বাড়িতেই কিন্তু এই সিরাম তৈরি করে ফেলা যায়।

Advertisement

উপকরণ

Advertisement

রোজ়হিপ অয়েল: ১ টেবিল চামচ

অর্গান অয়েল: ১ টেবিল চামচ

জোজোবা অয়েল: ১ টেবিল চামচ

ভিটামিন ই অয়েল: ৫ ফোঁটা

ল্যাভেন্ডার অয়েল: ৫ ফোঁটা

জেরেনিয়াম অয়েল: ৩ ফোঁটা

পদ্ধতি

১) প্রথমে একটি পরিষ্কার, শুকনো কাচের বায়ুরোধী শিশি নিন।

২) সব উপকরণ একসঙ্গে ঢেলে, ভাল করে মিশিয়ে নিন।

৩) মেশানো হয়ে গেলে শিশির মুখ বন্ধ করে রাখুন।

৪) তবে এই সিরাম বেশি দিন সংরক্ষণ করতে গেলে শিশির গায়ে কোনও ভাবেই রোদ লাগানো চলবে না।

৫) খেয়াল রাখতে হবে, যেন কোনও ভাবেই শিশির ভিতর জল না ঢোকে।

ছবি: প্রতীকী

কী ভাবে ব্যবহার করবেন?

১) মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ ভাল করে ধুয়ে নিন।

২) ত্বক অনুযায়ী টোনার মুখে স্প্রে করে নিতে পারেন।

৩) এ বার কয়েক ফোঁটা সিরাম সারা মুখে, গলায়, ঘাড়ে বিন্দু বিন্দু করে মেখে নিন।

৪) মুখে তো বটেই, চোখের চারপাশেও হালকা হাতে মাসাজ করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement