ফাউন্ডেশন সঠিক ভাবে মাখছেন তো? ছবি: ফ্রিপিক।
ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে ফাউন্ডেশন কিনেছেন ঠিকই, কিন্তু তা মাখার ঘণ্টা চারেক পরেই দেখছেন ত্বক বিবর্ণ দেখাচ্ছে। মুখের উপর দাগছোপও ফুটে উঠছে। তা হলে কি ফাউন্ডেশন বাছাইয়ে কোনও গন্ডগোল হল না কি ফাউন্ডেশন মাখায় ভুল করছেন?
ফাউন্ডেশন ঠিকমতো কাজ না করার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। প্রথমত, মুখ পরিষ্কার করে নিয়েই ফাউন্ডেশন মাখলে হবে না। প্রথমে মুখের আর্দ্রতা ধরে রাখার জন্য হাইড্রেটিং স্প্রে, মিস্ট কিংবা ময়েশ্চারাইজ়ার মাখতে হবে। না হলে মেকআপ মুখে বসবে না, মসৃণও হবে না। মুখের বিভিন্ন অংশে খাপছাড়া ভাবে ফাউন্ডেশন লেগে থাকার সম্ভাবনা থাকতে পারে।
আপনার ত্বকের ঘাম, ময়লার সঙ্গে মিশে গিয়ে ফাউন্ডেশনের রং বদলে যেতে পারে। ফাউন্ডেশনের উপাদান তখন ত্বকের পিএইচের সঙ্গে বিক্রিয়া করবে। ফলে ত্বক কালচে ও বিবর্ণ দেখাবে।
অনলাইনে দেখে ফাউন্ডেশন কিনবেন না কখনওই। সবসময়ে কেনার আগে ত্বকে লাগিয়ে পরীক্ষা করে নেবেন। সম্ভব হলে ফাউন্ডেশনের প্যাচ লাগিয়ে কিছু সময় অপেক্ষা করুন। যদি দেখেন রং বদলে যাচ্ছে, তা হলে সেটি আর কিনবেন না।
ত্বক যদি অতিরিক্ত শুষ্ক হয়, সে ক্ষেত্রে সরাসরি মুখে ফাউন্ডেশন মাখা উচিত নয়। প্রয়োজন বুঝে যে কোনও ধরনের ফেশিয়াল অয়েল মিশিয়ে নিলে মেকআপ ভাল বসবে। আবার, তৈলাক্ত ত্বক হলে অনেকেই ফাউন্ডেশনের সঙ্গে সামান্য জল মিশিয়ে নেন। ফাউন্ডেশন মাখার পর, মেকআপ সেট করার পাউডার বা ট্রান্সলুসেন্ট পাউডার মেখে নিন। একেবারে শেষ পর্বে পৌঁছনোর আগে ব্লাশ, ব্রোঞ্জার এবং সবশেষে হাইলাইটার মেখে নিয়ে অতিরিক্ত পাউডার ব্রাশ দিয়ে ঝেড়ে ফেলুন। তা হলেই মেকআপ ঠিকঠাক হবে।