Makeup Tips

দীপাবলির সন্ধেয় কম সাজেই নজর কাড়তে চান? আলিয়া-করিনার মতো নামমাত্র মেকআপের পদ্ধতি শিখে নিন

আলিয়া ভট্ট থেকে কৃতি শ্যানন, করিনা কপূর থেকে কাজল— নামমাত্র মেকআপে বলিউডের অনেক জমকালো পার্টিতেই নজর কেড়েছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ১৫:১৯
Share:

কম মেকআপেই নজর কাড়ছেন নায়িকারা। ছবি: সংগৃহীত।

একদম সাদামাঠাভাবে চুল বাঁধা। খোলা থাকলেও সেখানে কোনও বাহুল্য নেই। মেকআপও হবে সাধারণ। রঙের খেলা থাকবে শুধু ঠোঁট আর চোখে। এমন ‘মিনিমাল মেকআপ’-এর বেশ কদর এখন বলিউডে। আলিয়া ভট্ট থেকে কৃতি শ্যানন, করিনা কপূর থেকে কাজল— নামমাত্র মেকআপে বলিউডের অনেক জমকালো পার্টিতেই নজর কেড়েছেন তাঁরা। দীপাবলির সন্ধেয় জমকালো পোশাকের সঙ্গে যদি সাদামাটা মেকআপ চান, তা হলে তার পদ্ধতি শিখে নিন।

Advertisement

টিন্টেড ময়েশ্চারাইজ়ার ও সিরাম

টিন্টেড ময়েশ্চারাইজ়ার ব্লেন্ড করার ব্যাপার নেই, সাধারণ ময়েশ্চারাইজ়ারের মতোই মেখে নিতে পারবেন। প্রাইমার আর ফাউন্ডেশন বাদ দিয়েও মুখ উজ্জ্বল হবে। মুখের আর্দ্রতা থেকে জেল্লা দুই-ই ধরে রাখতে সিরাম লাগিয়ে নিন। মুখে র‌্যাশ বা ব্রণর সমস্যা থাকলে, তার উপর মেকআপ করার আগে সিরাম লাগিয়ে নেওয়া জরুরি।

Advertisement

কাজল ছাড়া সাজ অসমাপ্ত

সাজ সাদারণ হলেও চোখের রূপটানে জোর দিতেই হবে। ওয়াটারপ্রুফ, স্মাজ প্রুফ থেকে শুরু করে নানা ধরনের কাজল পাওয়া যায়। কাজল কখনও এক টানে পরবেন না। ছোট ছোট স্ট্রোকই সবচেয়ে ভাল। চোখের নীচের পাতার বাইরের দিকের কোনা থেকে কাজল পরা শুরু করুন। তাতে রং গাঢ় করতে পারবেন। চোখ যদি ছোট হয়, ভিতরের দিকের কোনায় কাজল পরবেন না। তাতে চোখ আরও ছোট দেখাতে পারে। ইচ্ছে করলে চোখের উপরের পাতাতেও আই লাইনারের বদলে কাজল পরতে পারেন।

মাস্কারায় উজ্জ্বল হবে চোখ

কাজল পরার পর মাস্কারা অবশ্যই পরবেন। এতে চোখ অনেক বেশি স্পষ্ট হবে। বড় ও উজ্জ্বল দেখাবে। ঘন কালো মাস্কারাই ভাল।

লিপ বাম

একেবারে হালকা মেক আপের সঙ্গে লিপস্টিক কিন্তু মানায় না। রাতের বেলা ন্যুড রঙের লিপস্টিক মাখলেও মাখতে পারেন। হালকা প্যাস্টেল শে়ডও ভাল মানাবে। কিন্তু দিনের বেলা লিপ বাম দিলেই ভাল।

কেশসজ্জা

চুলের সামনের দিকটা মেসি রেখে পিছনে একটা বান করতে পারেন। অথবা মাঝখানে সিঁথি করে একদম টানটান করে চুল বাঁধলেও ভাল লাগে। আলিয়া এমন ভাবে চুল বাঁধতে পছন্দ করেন। গরমের দিনের জন্য স্বস্তিদায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement