Hair Spa at Home

সালোঁয় গিয়ে স্পা করানোর অনেক খরচ, কম সময়ে ঘরে বসে চুল রেশমের মতো হতে পারে কি?

প্রতি মাসে সালোঁয় গিয়ে স্পা করানোর তো খরচ অনেক। বাড়িতে যদি নিজের চুলে নিজেই স্পা করা যায়, মন্দ হয় না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ ২০:৩৭
Share:

বাড়িতে বসেই নিজের চুলে নিজেই স্পা করা যায়। ছবি: সংগৃহীত।

এমন রুক্ষ চুল যে না পারছেন খুলতে, না পারছেন বাঁধতে। শীতে বাতাসে আর্দ্রতার মাত্রাও কমতে থাকে। যার প্রভাবে শুধু চুল নয়, মাথার ত্বকও শুষ্ক হয়ে পড়ে। বাড়তে থাকে খুশকির পরিমাণ। এমন সময়ে বন্ধুর বিয়ে। জমকালো একটা শাড়ি পরবেন। কিন্তু চুল যে খুলে রাখবেন তার উপায় নেই। বেঁধে রাখলেও চুল যে নিষ্প্রাণ, তা বেশ বোঝা যায়। এমন সময়ে একমাত্র স্পা করালেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তবে প্রতি মাসে সালোঁয় গিয়ে স্পা করানোর তো খরচ অনেক। বাড়িতে যদি নিজের চুলে নিজেই স্পা করা যায়, মন্দ হয় না। ধাপে ধাপে স্পা করার প্রক্রিয়া রইল এখানে।

Advertisement

ঘরে বসে হেয়ার স্পা করতে কী কী লাগবে?

১) নারকেল, অলিভ, আর্গন বা কাঠবাদামের তেল।

Advertisement

২) যে কোনও সংস্থার ভাল স্পা ক্রিম। বদলে কলাও চটকে নিতে পারেন।

ধাপে ধাপে চুলে স্পা করবেন কী ভাবে?

১) প্রথমে বড় দাঁতের চিরুনি দিয়ে শুকনো চুলের জট ছাড়িয়ে নিন।

২) তার পর পছন্দ মতো যে কোনও তেল হালকা গরম করে মাথার ত্বক এবং চুলে মেখে নিন। ডগা ফাটার সমস্যা থাকলে সেই অংশে তেল মাখুন ভাল করে। অন্তত পক্ষে আধ ঘণ্টা তেল মেখে রাখুন।

৩) এ বার চিরুনি দিয়ে সিঁথি ভাগ করে স্পা ক্রিম মেখে নিন। যদি স্পা ক্রিমের বদলে কলা মাখতে চান তা হলে কলা ভাল করে চটকে, একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে মাথায় মেখে নিন।

৪) অন্তত মিনিট ২০ শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখুন।

৫) বাড়িতে যদি ভেপার নেওয়ার যন্ত্র থাকে, তা দিয়ে চুলে গরম জলের বাষ্প নিন। অন্যথায় গরম জলে তোয়ালে ভিজিয়ে, নিংড়ে নিয়ে তা মাথায় মুড়িয়ে রাখতে পারেন।

৬) আরও আধ ঘণ্টা পর হালকা গরম জলে মাথা ধুয়ে শ্যাম্পু করে ফেলুন। প্রয়োজনে বার দুয়েক শ্যাম্পু করতে হবে।

৭) সব শেষে কন্ডিশনার মাখতে ভুলবেন না। মিনিট পাঁচেক মাথায় কন্ডিশনার রেখে, তার পর ধুয়ে ফেলুন।

৮) মাথা ঘষে ঘষে মুছবেন না। তোয়ালেতে মাথার জল টেনে নিলে তার পর সিরাম মাখতে পারেন।

৯) খুব প্রয়োজন না পড়লে ব্লো ড্রাই না করাই ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement