Makeup Tips

বাড়িতেই পার্টির আয়োজন করেছেন? রূপটান কেমন হলে পার্টিতে আপনিই হবেন মধ্যমণি?

পশ্চিমী পোশাক পরতে কেউ কেউ ততটা স্বচ্ছন্দ নন। তবে আজকাল পার্টি মানেই পশ্চিমী পোশাক, এমন নয় কিন্তু!

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৯:০৮
Share:

ঘরোয়া পার্টিতে কেমন মেকআপ করে হয়ে উঠবেন মোহময়ী? ছবি: সংগৃহীত।

শীতের কয়েকটা দিন মেক আপ ঘাঁটার কোনও ভয় নেই। আপনার মন চাইলেই খোলা চুলেও নিজের সাজ সারতে পারেন। বাড়িতেই যদি পার্টির আয়োজন করে থাকেন, তা হলে জেনে নিন রূপটান ঠিক কেমন ভাবে করলে আপনিই হবেন নজরকাড়া।

Advertisement

পশ্চিমী পোশাক পরতে কেউ কেউ ততটা স্বচ্ছন্দ নন। তবে আজকাল পার্টি মানেই পশ্চিমী পোশাক, এমন নয় কিন্তু! যেখানে কোনও ড্রেস কোড নেই, সেখানে অবশ্যই ফ্যাশন করতে পারেন ইন্দো-ওয়েস্টার্ন জড়িয়ে।

আপনার পোশাক আর গয়না যদি নজরকাড়া হয়, তা হলে মেকআপ আর হেয়ারস্টাইলের ক্ষেত্রে বাড়তি সাবধানতা অবলম্বন করুন। মেকআপ এমন হবে যা আপনার সৌন্দর্য বাড়িয়ে তোলে, ঢেকে দেয় চেহারার খুঁত। চোখের মেকআপ করতে হবে নিঁখুত ভাবে। দিনের বেলায় পার্টি হলে গোল্ড, কপার গোল্ড, রোজ গোল্ড এই সব আইশ্যাডো ব্যবহার করতে পারেন। রাতের সাজের সঙ্গে স্মোকি আইস করলে বেশ ভাল মানায়।

Advertisement

ত্বকের কোথাও কোনও দাগ বা ব্রণ থাকলে সামান্য কনসিলার লাগিয়ে নিতে হবে। চোখের নীচে, নাকের উপর, কপালের মাঝখানে এবং থুতনিতে— অর্থাৎ, মুখে মাঝখানের অংশগুলোতে লাগাতে হবে কনসিলার। ম্যাট লুক না চাইলে, পুরো মুখে পাউডার ব্যবহার না করে শুধু যেখানে কনসিলার লাগিয়েছেন, সেখানে ব্যবহার করলেই হবে।

লিপস্টিকের ক্ষেত্রে মেটালিক শেডের বেশ রমরমা। আপনার পোশাকের সঙ্গে মানানসই হলে ফুশিয়া পিঙ্ক, টারকোয়িশ ব্লু, ব্রাউন, মেরুন এই রঙগুলি পরতেই পারেন। এখন নকল চোখের পাতা বা আইল্যাস ব্যবহার করার চল খুব উঠেছে। তবে আপনার মুখের গড়নের সঙ্গে মানানসই আইল্যাস পরুন। খুব বড় মাপের আইল্যাস পরলে মোটেই ভাল লাগে না। বরং সাজ হয়ে যায় অনেক বেশি উগ্র। মেকআপের সঙ্গে চুলের সাজও সঠিক হতে হবে। মেসি বান সব ধরনের সাজ পোশাকের সঙ্গেই বেশ ভাল যায়। এক দিনের জন্য চুল স্ট্রেট বা কার্লও করে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement