মেকআপ তোলার সময়ে যেমন সতর্ক থাকতে হবে, তেমনই ব্লেন্ডার পরিষ্কার করার সময়েও বিশেষ খেয়াল রাখা জরুরি। ছবি- সংগৃহীত
বিয়েবাড়ি যাওয়ার সময়ে তাড়াহুড়ো করে মেকআপ করেছেন। হাতের সামনে যত ব্রাশ, ব্লেন্ডার ছিল, সব ব্যবহার করে ফেলেছেন। বিয়েবাড়িতে সেই সাজ যথেষ্ট প্রশংসিতও হয়েছে। কিন্তু এতটাই ক্লান্ত হয়ে ফিরেছেন যে, সে সব ব্রাশ বা ব্লেন্ডার পরিষ্কার করার ইচ্ছা হয়নি। যত যত্ন নিয়ে মেকআপ করেন, তত যত্ন নিয়ে মেকআপে ব্যবহৃত ব্রাশ বা ব্লেন্ডার পরিষ্কার করার অভ্যাস থাকে না অনেকেরই। ঠিক যেমন গায়ের জামা, বিছানার চাদর নিয়ম করে কাচা হয়, তেমনই নিয়ম মেনে সাফ করতে হয় মেকআপ ব্লেন্ডার। না হলে দিনের পর দিন ব্রাশ বা ব্লেন্ডারের উপর প্রসাধনীর স্তর এবং ধুলো জমে। পুরনো মেকআপের অংশ, শরীরের মৃত কোষ, জীবাণু— সব লেগে থাকে সেই ব্লেন্ডারে। পরিষ্কার না করে সেই ব্লেন্ডার ব্যবহার করলে সেখান থেকে ত্বকে বিভিন্ন রকম সংক্রমণ হওয়া অস্বাভাবিক নয়। তাই মুখ থেকে মেকআপ তোলার সময়ে যেমন সতর্ক থাকতে হবে, তেমনই ব্লেন্ডার পরিষ্কার করার সময়েও বিশেষ খেয়াল রাখা জরুরি।
নিয়ম মেনে সাফ করতে হয় মেকআপ ব্লেন্ডার। ছবি- সংগৃহীত
মুখের মেকআপ তোলার পাশাপাশি ব্লেন্ডার থেকেও তুলে ফেলতে হবে প্রসাধনীর অংশ। বিউটি ব্লেন্ডার বা ব্রাশ পরিষ্কার করবেন কী করে?
১) উষ্ণ গরম জলে স্পঞ্জ বা ব্লেন্ডার ভিজিয়ে রাখুন।
২) এর মধ্যে কয়েক ফোঁটা তরল সাবান দিন।
৩) এ বার ভাল করে রগড়ে ধুয়ে দিন। খেয়াল রাখুন ব্লেন্ডারের প্রতিটি কোণ যেন পরিষ্কার হয়।
৪) এ বার জলে ভেজানো স্পঞ্জ থেকে অতিরিক্ত জল নিংড়ে বার করে নিন।
৫) এ বার খোলা হাওয়ায় স্পঞ্জগুলি শুকিয়ে নিন।