সঠিক পদ্ধতি না জেনে আইল্যাশ কার্লার ব্যবহার করলে, চোখের পলক ছিঁড়ে যেতে পারে। ছবি- সংগৃহীত
চোখের গভীরতা বাড়াতে কাজল, আইলাইনার কত কিছুই তো ব্যবহার করেন। চোখের পাতা ঘন দেখাতে, চোখের পাতায় মাস্কারাও লাগান। কিন্তু চোখের পাতা যদি সুন্দর, বড় বড় না হয়, তা হলে মাস্কারা লাগিয়েও খুব একটা লাভ হবে না। যদি আপনার চোখে পুতুলের মতো সুন্দর পাতা না থাকে, সে ক্ষেত্রেও উপায় আছে। আইল্যাশ কার্লারের সাহায্যে অনায়াসেই। অনেকেই মনে করেন, আইল্যাশ কার্লার অর্থাৎ, চোখের পালক কোঁকড়ানোর যন্ত্র ব্যবহার করা আদতে চোখের জন্য খারাপ। এই ধারণা একেবারেই ভুল। তবে, সঠিক পদ্ধতি না জেনে আইল্যাশ কার্লার ব্যবহার করলে, চোখের পলক ছিঁড়ে যেতে পারে।
আইল্যাশ কার্লার ব্যবহার করার আগে কী কী মাথায় রাখবেন?
১) প্রত্যেকের চোখের পলকের মাপ আলাদা। তাই পাতার মাপ বুঝে আইল্যাশ কার্লার কিনবেন।
২) মেক আপ করার ব্রাশ বা স্পঞ্জের মতোই প্রতি বার ব্যবহারের পর আইল্যাশ কার্লার ধুতে হবে। পারলে ব্যবহার করার আগেও ধুয়ে নেবেন।
৩) চোখের পাতা কোঁকড়ানোর আগে, ব্লো ড্রায়ার দিয়ে আইল্যাশ কার্লারের সামনের অংশ গরম করে নিন। এতে করে চোখের পাতায় সংক্রমণ হওয়া ঠেকান যায় অনেকটাই।
৪) চোখের পাতায় মাস্কারা ব্যবহার করার আগেই আইল্যাশ কার্লার ব্যবহার করবেন।
দেখতে সুন্দর লাগছে বলেই নিয়মিত আইল্যাশ কার্লার ব্যবহার করবেন না। ছবি- সংগৃহীত
৫) অনেকটা সাঁড়াশির মতো দেখতে এই যন্ত্রটি ধরার বিশেষ কায়দা আছে। আইল্যাশ কার্লার দিয়ে চোখের পালক চেপে ধরে হাত কখনওই নীচের দিকে নামাবেন না। উঁচু করে রাখবেন। চোখের পলক যন্ত্রে চেপে থাকা অবস্থায়, কোনও ভাবেই যেন হাত ফসকে না যায়।
৬) বছরের পর বছর ধরে একই যন্ত্র ব্যবহার করা যাবে না। অন্যের ব্যবহার করা যন্ত্র ব্যবহার করা থেকেও বিরত থাকবেন।
৭) দেখতে সুন্দর লাগছে বলেই নিয়মিত আইল্যাশ কার্লার ব্যবহার করবেন না। সঠিক পদ্ধতিতে ব্যবহার করলেও অতিরিক্ত ব্যবহার চোখের পাতার ক্ষতি করতে পারে।