রোম তোলার জন্য কোন ত্বকে কোন ক্রিম উপযুক্ত বাছবেন কী ভাবে? ছবি: ফ্রিপিক।
ত্বকের অবাঞ্ছিত রোম দেখতে মোটেই ভাল লাগে না। সেই রোম তোলার বিভিন্ন পদ্ধতি আছে। ওয়্যাক্সিং, রেজারের ব্যবহার, ক্রিম। ইদানীং লেজ়ারের মাধ্যমেও রোম স্থায়ী ভাবে তুলে দেওয়া যায়। তবে এই পদ্ধতি খরচসাপেক্ষ। ওয়্যাক্সিং প্রচলিত হলেও, এতে বেশ ব্যথা লাগে। আবার রেজ়ার ব্যবহারে রোমের বৃদ্ধি দ্রুত হয় বলে অনেকে এড়িয়ে চলেন। সে ক্ষেত্রে বাকি থাকে ক্রিম।
বাজারচলতি রোম তোলার ক্রিমের সাহায্যে বিনা যন্ত্রণায় কাজটি সম্পন্ন হয়।
কী ভাবে কাজ করে এটি?
ত্বকের চিকিৎসকেরা বলছেন, হেয়ার রিমুভাল ক্রিমে থাকা উপাদান রোমের প্রোটিন ভাঙতে সাহায্য করে। এতে থাকে থিওগ্লাইকোলিক অ্যাসিড। যার প্রভাবে রোমকূপ আলগা হয়ে রোম উঠে আসে।
কোনগুলি এড়িয়ে চলা দরকার?
ত্বক নিয়ে চর্চাকারীরা বলছেন, প্যারাবেন, সালফেট, অ্যালকোহল, ফরম্যালডিহাইড জাতীয় উপাদান রয়েছে, এমন ক্রিম এড়িয়ে চলাই ভাল। এই উপাদানগুলি কোনও কোনও ত্বকে অ্যালার্জির কারণ হতে পারে। ত্বক রুক্ষ হয়ে যাওয়া, প্রদাহের মতো সমস্যা দেখা দিতে পারে এতে।
কোন ধরনের ত্বকের জন্য বেছে নেবেন কোনটি?
শুষ্ক ত্বক: এই ধরনের ত্বকের জন্য ক্রিম বাছাইয়ের সময় দেখে নিতে হবে, তাতে ময়শ্চারাইজ়িংয়ের উপকরণ রয়েছে কি না। গ্লিসারিন, শিয়া বাটার, নারকেল তেল এই ধরনের উপাদান থাকলে সেটি শুষ্ক ত্বকের পক্ষে উপযোগী হবে।
তৈলাক্ত ত্বক: ত্বকে থাকে সিবেসিয়াস গ্রন্থি। তা থেকেই নিঃসৃত হয় সিবাম, যা ত্বককে প্রাকৃতিক ভাবে আর্দ্র রাখতে সাহায্য করে। কোনও কারণে সিবাম বেশি নিঃসৃত হলে ত্বক তেলতেলে হয়ে যায়। এ ক্ষেত্রে সিবামের উৎপাদন নিয়ন্ত্রক উপাদান রয়েছে এমন কোনও ক্রিম বেছে নিতে বলছেন ত্বকের চর্চাকারীরা। স্যালিসিলিক অ্যাসিড, জিঙ্ক অক্সাইড রয়েছে, এমন ক্রিম এ ক্ষেত্রে ভাল হবে।
সংবেদনশীল ত্বক: প্যারাবেন, সালফেট, অ্যালকোহল— এই সমস্ত উপাদান থাকা ক্রিমগুলি এড়িয়ে চলা ভাল। বদলে অ্যালো ভেরা, পেঁপের নির্যাস রয়েছে, এমন ক্রিম বেছে নেওয়া যেতে পারে।