ফাউন্ডেশন ত্বকের সঙ্গে কী ভাবে মিলিয়ে দেবেন? নিয়ম জানা আছে তো? ছবি:ফ্রিপিক।
সেজেগুজে ঘুরতে বেরোলেন। কিছু ক্ষণ পরেই আয়নায় দেখলেন, মেকআপ যেন মুখের বিভিন্ন জায়গায় সাদা হয়ে ফুটে উঠেছে। আর পাঁচজনের মুখ যেমন মসৃণ, সুন্দর দেখাচ্ছে, তেমনটা আপনাকে দেখাচ্ছে না। শীতের মরসুমে শুষ্ক ত্বকের জন্য এবং ফাউন্ডেশন ব্যবহারে ভুলভ্রান্তি হলে এমন হতেই পারে।
তা হলে কী ভাবে ফাউন্ডেশন ব্যবহার করবেন?
১. মেকআপের আগে ত্বকেরও প্রস্তুতি দরকার। প্রথমেই মুখ ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তার পর মাখতে হবে ময়েশ্চারাইজ়ার। কারও ত্বক এমনিতেই শুষ্ক। শীতে তাঁদের সমস্যা বাড়ে। শুষ্ক ত্বক হলে উপযুক্ত ময়েশ্চারাইজ়ার বেছে নিন।
২. ফাউন্ডেশন ব্যবহারের আগে ব্যবহার করুন প্রাইমার। মুখের উন্মুক্ত রন্ধ্র, ব্রণের দাগ ঢেকে ত্বকে মসৃণ ভাব আনতে সাহায্য করে এই উপকরণটি।
৩. চোখের নীচের কালি, ত্বকের দাগছোপ ঢাকতে এর পর ব্যবহার করুন কনসিলার। আঙুলের সাহায্যে তা মুখে ভাল করে মিশিয়ে নিতে হবে।
৪. ফাউন্ডেশন ব্যবহারের আগে দেখা দরকার, তার শেড ত্বকের সঙ্গে মিলছে কি না। তরল, ক্রিমের মতো, স্টিক, পাউডার— বিভিন্ন রকম ফাউন্ডেশন হয়। তবে শীতে শুষ্ক ত্বকের জন্য তরল এবং ক্রিমের মতো ফাউন্ডেশন ভাল। ত্বক অতিরিক্ত শুষ্ক হলে ফাউন্ডেশনের সঙ্গে কয়েক ফোঁটা ফেসিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন। এতে ত্বকে বাড়তি জৌলুস আসবে।
৫. মেকআপ ত্বকে মিশিয়ে নেওয়া খুব জরুরি। প্রথমে আঙুলের ডগার সাহায্যে মুখে টিপ টিপ করে ফাউন্ডেশন লাগিয়ে নিন। তার পর ব্যবহার করুন মেকআপ ব্লেন্ডার। জিনিসটি স্প়ঞ্জের মতো। জলে ভিজিয়ে সেটি নিংড়ে নিয়ে তা দিয়ে মুখে ভাল ভাবে ফাউন্ডেশন মিশিয়ে দিতে হবে। স্পঞ্জ দিয়ে মেকআপ ত্বকে না ঘষে থুবে থুবে মিলিয়ে দিন। ব্যবহার করতে পারেন ব্রাশও। মেকআপ ব্লেন্ডিং ব্রাশ পাওয়া যায়। তা দিয়ে ভাল করে ফাউন্ডেশন ত্বকে মিলিয়ে দিতে হবে। আঙুলের সাহায্যেও ফাউন্ডেশন মাখা যায়।