কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। —ফাইল চিত্র।
বাজেট পেশের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে এক গুচ্ছ দাবি পাঠাল কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রমিক সংগঠনগুলিকে বৈঠকে ডেকেছেন কাল, শুক্রবার। তার আগে দাবিপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকে। আরএসপি-র শ্রমিক সংগঠন ইউটিইউসি-র সাধারণ সম্পাদক অশোক ঘোষের বক্তব্য, শ্রমিক সংগঠনগুলি কেন্দ্রকে জানিয়েছে গত ১০ বছর শ্রম সম্মেলন হয়নি। ফলে, শ্রম সংক্রান্ত বিষয়গুলি নিয়ে কার্যত আলোচনার সুযোগ নেই। এমনকি, শ্রম সংক্রান্ত ত্রিপাক্ষিক কমিটিগুলির সভা হয় না। আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, ন্যূনতম বেতন, অষ্টম বেতন কমিশন গঠন, সামাজিক সুরক্ষার মতো বিষয় নিয়েও কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।