Face Powder Hacks

মেকআপে পটু নন, অনুষ্ঠানে ফেস পাউডার লাগিয়েই কাজ সারেন! কী ভাবে ব্যবহার করবেন?

যদি ফাউন্ডেশন, কনসিলার ইত্যাদি দিয়ে মেকআপ করেন, তা হলেও পাউডার ব্যবহার করতে পারেন। আবার কোনও মেকআপ না করেও শুধু পাউডারে বাজিমাত করতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ২০:৫৯
Share:

নিয়ম জানা থাকলে পাউডারও মেকআপের কাজ করতে পারে। ছবি : সংগৃহীত।

মেকআপ শুনলেই ভয় পান অনেকে। বিয়েবাড়ি বা অনুষ্ঠানে তাঁদের সাজগোজের একমাত্র ভরসা হল ফেস পাউডার। মুখ পরিষ্কার করে কোনও রকমে খানিক পাউডার থুপে নিয়ে কাজল আর লিপস্টিক লাগিয়ে নিলেই তাঁরা প্রস্তুত। কিন্তু জানেন কি পাউডার লাগানোরও কিছু নির্দিষ্ট নিয়ম আছে? নিয়ম জানা থাকলে পাউডারও মেকআপের কাজ করতে পারে।

Advertisement

রূপটানশিল্পীরা কী বলছেন?

নিউইয়র্কের একটি মেকআপ ব্র্যান্ডের রূপটানশিল্পীরা বলছেন, সাধারণ গুঁড়ো পাউডার হল মেকআপের সেরা বন্ধু। যদি ফাউন্ডেশন, কনসিলার ইত্যাদি দিয়ে মেকআপ করেন তা হলেও পাউডার ব্যবহার করতে পারেন। আবার কোনও মেকআপ না করেও শুধু পাউডারে বাজিমাত করতে পারেন।

Advertisement

ছবি: সংগৃহীত।

কী ভাবে পাউডার দিয় মেকআপ করবেন?

মুখ পরিষ্কার করার পর টোনিং এবং ময়েশ্চারাইজ় করার পরে মুখে হালকা হাতে পাউডার লাগিয়ে নিন। বিশেষ করে মুখের টি জ়োনে এবং চোখের নীচের অংশে। সোজা কথায়, মুখের যে সমস্ত জায়গায় তেলতেলে ভাব দেখা যায় সেই সমস্ত জায়গাতেই লাগাতে হবে পাউডার। পাউডার লাগানোর পরে ৫-১০ মিনিট ঘরের স্বাভাবিক তাপমাত্রায় থাকুন। তাতে শরীরের তাপমাত্রা পাউডারকে অক্সিডাইজ়েশনের মাধ্যমে বাড়তি তেল শুষে নিতে সাহায্য করবে। তাতে সারা দিন মুখ আর তেলতেলে হয়ে যাবে না। ব্রাশ অথবা মেকআপ স্পঞ্জ দিয়ে ওই পাউডার লাগাতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement