Homemade Lip Balm

ফাটা ঠোঁট পাপড়ির মতো নরম হবে বাড়ির তৈরি লিপ বামে! পদ্ধতি জানা আছে?

বাজারচলতি বেশির ভাগ লিপ বামের মধ্যে রাসায়নিক থাকে। দাম দিয়ে তেমন প্রসাধনী না কিনে বাড়িতে তৈরি করে নিলেই তো হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ২০:২১
Share:

বাড়িতে কী ভাবে তৈরি করবেন লিপ বাম? ছবি: সংগৃহীত।

ঠোঁট ফাটছে, ছালও উঠছে।

Advertisement

ঠান্ডা পড়তেই এই সমস্যা গুরুতর আকার ধারণ করেছে। ফাটা ঠোঁট চড়চড় করলে অজান্তে ঠোঁটের উপর জিভ বুলিয়ে ফেলেন অনেকে। তাতে সাময়িক স্বস্তি মেলে। কিন্তু লাভের লাভ কিছু হয় না। রাতে শোয়ার সময়ে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি মাখেন অনেকে। ইদানীং আবার লিপ বাম মাখারও চল হয়েছে। বাজারচলতি বেশির ভাগ লিপ বামের মধ্যে রাসায়নিক থাকে। দাম দিয়ে তেমন প্রসাধনী না কিনে বাড়িতে তৈরি করে নিলেই তো হয়।

বাড়িতে কী ভাবে লিপ বাম তৈরি করবেন?

Advertisement

১) অর্ধেকটা বিট গ্রেট করে নিন। তা ছেঁকে সেখান থেকে রস বার করে ছোট একটি পাত্রে রাখুন। তার সঙ্গে মিশিয়ে নিন এক চা চামচ গলানো ঘি। এ বার এই দু’টি মিশ্রণ ভাল করে ফেটিয়ে নিয়ে ছোট একটি পাত্রে ঢেলে তা ফ্রিজে রেখে দিন। কিছু ক্ষণ পর জমে গেলে তা ঠোঁটে মাখার উপযোগী হয়ে যাবে।

২) ছোট একটি পাত্রে নারকেল তেল এবং পেট্রোলিয়াম জেলি সম পরিমাণে মিশিয়ে নিন। চাইলে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন। এ বার এই মিশ্রণটি পরিষ্কার, বায়ুরোধী শিশির মধ্যে তুলে নিয়ে ফ্রিজে রেখে দিন। জমে গেলেই লিপ বাম তৈরি।

৩) বাজার থেকে ভাল মানের মোম কিনে আনুন। এ বার মাইক্রোওয়েভ প্রুফ পাত্রে এক টেবিল চামচ মোম নিন। মিনিট দুয়েক অভেনে রাখলেই তা গলে যাবে। এ বার এই গলানো মোমের সঙ্গে এক টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে নিন। চাইলে কয়েক ফোঁটা মধুও দিয়ে পারেন। সমস্তটা একটি শিশিতে ঢেলে ফ্রিজে রেখে দিন। জমে গেলেই তা ব্যবহারের জন্য তৈরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement