চুল ঝরার দাওয়াই। ছবি: সংগৃহীত।
পাশের বাড়ির কাকিমা থেকে অফিসের সহকর্মী— চুল পড়ার সমস্যায় জর্জরিত অনেকেই। চুলে চিরুনি চালালেই উঠে আসছে গোছা গোছা চুল। শ্যাম্পু করার দিন স্নানঘরের মেঝের দিকে তাকালে বুক কেঁপে ওঠে। স্নানঘরের মেঝে ঢেকে যায় চুলে। এ ভাবে যদি চুল ঝরতে থাকে, তা হলে শেষ পর্যন্ত মাথায় কতগুলি চুল অবশিষ্ট থাকবে, সেটা নিয়েই আসল চিন্তা। চুল ঝরা থামাতে অনেকেই প্রসাধনী ব্যবহার করেন। তাতে লাভ তো হয়-ই না, বরং সমস্যা বা়ড়ে। তা হলে উপায়? চুল ঝরা আটকাতে পারে মেথি দিয়ে তৈরি ঘরোয়া এক টোটকা। কী ভাবে বানাবেন?
উপকরণ খুব সামান্য। মেথি, তিসির বীজ, কারিপাতা দিয়েই তৈরি হবে এই দাওয়াই। কী ভাবে বানাবেন?
একটি পাত্রে জল ভরে গ্যাসে বসান। তার পর জলে একে একে মেথি, তিসির বীজ, কারিপাতা দিয়ে ৩০-৪০ মিনিট ফুটিয়ে নিন। মিশ্রণটি ঘন হয়ে শুকিয়ে এলে নামিয়ে রাখুন। ঠান্ডা করে ছাঁকনিতে ছেঁকে চুলের গোড়ায় লাগিয়ে ২০-২৫ মিনিট অপেক্ষা করার পর শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২-৩ দিন যদি এই মাস্ক ব্যবহার করেন, তা হলে চুল পড়া বন্ধ হবে।