PV Sindhu Engagement

বন্ধুর সঙ্গে বাগ্‌দান সারলেন পিভি সিন্ধু! সে দিন কেমন ছিল ব্যাডমিন্টন তারকার সাজ?

রাজস্থানের উদয়পুরে বসবে সিন্ধু এবং বেঙ্কটের বিবাহবাসর। এর পর ২৪ ডিসেম্বর আলাদা করে বিবাহ-পরবর্তী একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হায়দরাবাদে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ১৮:১০
Share:

ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। ছবি: সংগৃহীত।

জোড়া অলিম্পিক্স পদকজয়ী ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুর বিয়ে ২২ ডিসেম্বর। তার আগে শনিবার, হায়দরাবাদ নিবাসী তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী বেঙ্কট দত্ত সাইয়ের সঙ্গে বাগ্‌দান সারলেন ব্যাডমিন্টন তারকা। সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন সিন্ধু।

Advertisement

আংটিবদলের মুহূর্তে বেঙ্কটের সঙ্গে সিন্ধু। ছবি: ইনস্টাগ্রাম।

‘মিস’ থেকে ‘মিসেস’ হয়ে ওঠার প্রথম পর্ব, অর্থাৎ বাগ্‌দান উপলক্ষে সে দিন লম্বা হাতা, সবজে-নীল রঙা মেটালিক গাউন পরে একেবারে পশ্চিমি কায়দায় সেজেছিলেন সিন্ধু। ছিমছাম সাজ আর ঢেউখেলানো চুলে তাঁকে স্নিগ্ধ দেখাচ্ছিল। কানে এক জোড়া দুল, বাঁ হাতে ঘড়ি। ব্যস, এই ছিল ব্যাডমিন্টন তারকার সাজসঙ্গী। সিন্ধুর দীর্ঘ দিনের বন্ধু বেঙ্কটের পরনে ছিল গাঢ় নীল রঙের জিন্‌স এবং প্যাস্টেল খয়েরি রঙের লম্বাহাতা শার্ট।

খোলা আকাশের নীচে, বেগনি রঙের ফুলেল আবহে আংটি বদল করে সারা জীবন একে অপরের পাশে থাকার অঙ্গীকার করলেন যুগল। এর পর সিন্ধুরা উড়ে যাবেন রাজস্থানে। উদয়পুরে বসবে সিন্ধু এবং বেঙ্কটের বিবাহবাসর। যে হেতু পাত্র-পাত্রীর আদি নিবাস হায়দারাবাদ, তাই ২৪ ডিসেম্বর সেখানে আলাদা করে বিবাহ-পরবর্তী একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শোভিতা ধূলিপালা, নাগা চৈতন্য থেকে দক্ষিণের তাবড় নায়ক-নায়িকাদের সেই অনুষ্ঠানে দেখা যেতে পারে বলে আশা মনে করা হচ্ছে। ব্যাডমিন্টন ছাড়াও অন্যান্য ক্রীড়াক্ষেত্রের মান্যগণ্যেরাও উপস্থিত থাকতে পারেন সেখানে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement