Durga Puja Makeup Tricks

পুজোর ভিড়ে মেক আপ নষ্ট হয়ে যায়? দীর্ঘ ক্ষণ সাজ টিকিয়ে রাখার ফিকির জানালেন রূপটান শিল্পী

পুজোর সময়ে সকালে করা মেক আপ রাত পর্যন্ত টিকিয়ে রাখবেন কী করে? আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে রূপটানশিল্পী আরতি নায়ার দিলেন কিছু টোটকা।

Advertisement

সুদীপা দাশগুপ্ত

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২২ ১৮:৪৫
Share:

পুজোর সময়ে সকালে করা মেক আপ রাত পর্যন্ত টিকিয়ে রাখবেন কী করে ভাবছেন? ছবি- সংগৃহীত

পুজোয় সকাল থেকে রাত পর্যন্ত প্রিয়জনেদের সঙ্গে ঠাকুর দেখার পরিকল্পনা রয়েছে? নতুন শাড়ি, গয়না ও মেক আপে হয়ে উঠতে চান পুজোর অনন্যা? তা হলে কেবল ভাল সাজগোজের দিকে নজর দিলেই হবে না। আপনাকে জানতে হবে দশ-বারো ঘণ্টার জন্য সেই মেক আপ ধরে রাখার কিছু টোটকাও।

Advertisement

অনেকটা সময় খরচ করে আমরা মেক আপ করি বটে, কিন্তু সকালের সাজ দুপুর গড়াতেই ‘ঘেঁটে ঘ’ হয়ে যায়। নামী-দামি সংস্থার উপকরণ ব্যবহার করেও লাভের লাভ হয় না। অযথা মেক আপ সামগ্রীগুলিকে গালমন্দ করে লাভ নেই, বরং মেক আপের সময়ে কয়েকটি টোটকা মাথায় রাখলেই হতে পারে মুশকিল আসান।

আরতি নায়ার (রূপটান শিল্পী)। ছবি- সংগৃহীত

পুজোর সময়ে সকালে করা মেক আপ রাত পর্যন্ত টিকিয়ে রাখবেন কী করে ভাবছেন? আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে রূপটানশিল্পী আরতি নায়ার বললেন, ‘‘পুজোর ক’দিন মেক আপ করে সকলের নজরে আসতে চাইলে প্রস্তুতি শুরু করে দিতে হবে এখন থেকেই। হাতে এখনও এক মাস মতো সময় রয়েছে। এখন থেকেই ত্বকের পরিচর্যা শুরু করে দিন। ত্বকের জেল্লা যদি বাড়ে, তা হলে খুব অল্প মেক আপ করেই আপনি সকলের নজর কাড়তে পারেন! নিয়মিত নিজের ত্বকের জন্য উপযোগী ময়েশ্চারাইজার ব্যবহার করুন। সারা দিনের ক্লান্তির ছাপ আমাদের চোখের নীচে পড়ে, সেই কালি দূর করতে নিয়মিত আন্ডার আই ক্রিম লাগাতে হবে। ত্বক যত মসৃণ হবে, মেক আপ ততই মিশবে আপনার চামড়ার সঙ্গে। আর ভাল করে মেক আপ সেট হলে, তবেই তা দীর্ঘ ক্ষণ টিকে থাকবে।’’

Advertisement

সোনাম কপূর, আলিয়া ভট্ট, ক্যাটরিনা কইফ, ভূমি পেডেনকার, শ্রদ্ধা কপূরের মতো প্রথম সারির বলি-অভিনেত্রীদের মেক আপ করেছেন আরতি। পোশাকশিল্পী হিসাবে বলিউডে কাজ শুরু করলেও এখন তিনি তারকাদের অন্যতম পছন্দের রূপটানশিল্পী। আরতি বললেন, ‘‘এত অভিনেত্রীর সঙ্গে কাজ করলেও আমার পছন্দ সোনম কপূর! সোনমের সঙ্গেই বলিউডে আমার প্রথম কাজ শুরু। তাই ও আমার কাছে খুবই কাছের।’’

পুজোয় মেক আপ করে বেরোনোর সময়ে কোন টোটকা মাথায় রাখতেই হবে?

আরতি বললেন, ‘‘অনেকেই একটা ভুল করেন। মেক আপ ঠিকমতো মেশান না। এ কারণেই মেক আপ তাড়াতাড়ি ঘেঁটে যায়। মেক আপ দীর্ঘ ক্ষণ টিকিয়ে রাখতে প্রাইমার ভীষণ জরুরি। কিন্তু বেশির ভাগ মেয়েই প্রাইমার ব্যবহার করেন না। আগে প্রাইমার ব্যবহার করে, তার পর ফাউন্ডেশন লাগান। সেটা ভাল করে ব্লেন্ড করে তার পরে সেটিং পাউডার দিয়ে মেক আপ সেট করুন। বেশি মেক আপ সামগ্রী ব্যবহার করলেই কিন্তু রূপটান ভাল হয় না! অল্প জিনিস ব্যবহার করলে তবেই ভাল ব্লেন্ড হবে। সবচেয়ে বেশি সমস্যা হয় কাজল নিয়ে। কিছু ক্ষণের মধ্যেই ঘেঁটে যায়। ফলে সাজ বিগড়ে যায়। কাজল ব্যবহার করার পর তা সেট করা প্রয়োজন। আমি কাজল ব্যবহার করার পর সব সময়ে কালো এবং বাদামি আইশ্যাডো একসঙ্গে মিশিয়ে চোখের উপর ব্যবহার করি। এতে জেল-বেসড কাজলের ময়েশ্চার লক হয়ে যায়। তাই দীর্ঘ ক্ষণ কাজল লাগানো থাকলেও তা ঘাঁটে না। মেক আপ দীর্ঘ ক্ষণ একই রকম রাখার জন্য মেক আপ শুরু করার আগে মুখে বরফ ঘষে নিতে পারেন। ঠান্ডা জলে মুখ ধুলেও একই কাজ হবে।’’

পুজোর আগে কী ভাবে নেবেন ত্বকের যত্ন, সেই হদিসও দিলেন আরতি।

পুজোয় সকলের নজর কাড়তে চান? গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সম্প্রতি আরতি ‘ইজি বিউটি বাই আরতি নায়ার’ নামে একটি মেক আপ অ্যাকাডেমির উদ্বোধন করেছেন। ছোট ছোট সেশনের মাধ্যমে তিনি মেক আপের নানা ফন্দি-ফিকির শেখাবেন শিল্পীদের। নতুন অ্যাকাডেমির একটি ক্লাস ইতিমধ্যেই হয়ে গিয়েছে। পরের ক্লাসটির বিষয় হল ‘দুর্গাপুজোর মেক আপ।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement