হেনা দিয়েই হেয়ার প্যাক। ছবি: সংগৃহীত।
অনেকেই রাসায়নিক দেওয়া রং ব্যবহার করতে পছন্দ করেন না বলে মাথায় হেনা মাখেন। পাকা চুল ঢাকতে হেনা বেশ ভালই কাজ করে। সঙ্গে চায়ের লিকার, কফি কিংবা বিটের রস মিশিয়ে নিলে আরও ভাল হয়। কিন্তু, প্রত্যেক সপ্তাহে হেনা করার ফলে চুল শুষ্ক হয়ে যাচ্ছে। দিনে দিনে চুলের মানও কেমন যেন খড়ের মতো হয়ে যাচ্ছে।
ব্যবহারের সঠিক কায়দা জানলে কিন্তু হেনা ব্যবহার করেও চুল মসৃণ ও চকচকে দেখাতে পারে। এমন কয়েকটি প্রাকৃতিক উপাদান রয়েছে, যা হেনার সঙ্গে মিশিয়ে নিলেই রং করার পরেও চুলে থাকবে জেল্লা। কোন কোন উপাদান রয়েছে সেই তালিকায়, রইল হদিস।
১) ৩ টেবিল চামচ হেনা গুঁড়ো, ১ কাপ আমলকি বাটা আর ২ টেবিল চামচ মেথি গুঁড়ো মিশিয়ে একটি প্যাক তৈরি করে মাথায় মেখে নিন। ঘণ্টাখানেক রেখে ভাল করে শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিলেই চুল হয়ে যাবে মসৃণ।
২) ২ টেবিল চামচ হেনা গুঁড়োর সঙ্গে এক টেবিল চামচ গুঁড়ো শিকাকাই জলে গুলে সারা রাত রেখে দিন। সকালে প্যাকটি মাথায় লাগানোর আগে তাতে একটা ডিম ফাটিয়ে ভাল করে মিশিয়ে নিন। ঘণ্টাখানেক রেখে শ্যাম্পু করে নিলেই ফিরে পাবেন জেল্লা।
ব্যবহারের সঠিক কায়দা জানলে কিন্তু হেনা ব্যবহার করেও চুল মসৃণ ও চকচকে দেখাতে পারে। ছবি: সংগৃহীত।
৩) রাতের বেলা পরিমাণ মতো জলে হেনা ভিজিয়ে রেখে পরের দিন সকালে সেই মিশ্রণে পাকা কলার পেস্ট বানিয়ে ভাল করে মিশিয়ে নিন। মাথায় ভাল করে মেখে নিয়ে চুল বেঁধে তাতে স্বচ্ছ র্যাপ পেপার মুড়িয়ে রাখুন। ঘণ্টাখানেক পরে ভাল করে শ্যাম্পু করে নিন। তাতেই চুলে ঔজ্জ্বল্য ফিরবে।