Ice Facial

কপালে গ্রীষ্মের ঘাম জমতে শুরু করেছে, স্বস্তি পেতে ভরসা হোক ‘আইস ফেশিয়াল’

গরমে ত্বকের ছোটখাটো সমস্যা এড়াতে ভরসা রাখতে পারেন আইস ফেশিয়ালে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩৩
Share:

গরমে ত্বকের ছোটখাটো সমস্যা এড়াতে ভরসা রাখতে পারেন আইস ফেশিয়ালে। প্রতীকী ছবি।

প্রাণ ওষ্ঠাগত করা গরম না পড়লেও, বাইরে তাপের মাত্রা কম নয়। ঋতু পরিবর্তনের এই প্রভাব শুধু শরীরে নয়, ত্বকের উপরেও পড়ে। ত্বক হল শরীরের স্পর্শকাতর অংশ। সামান্য অবহেলাতেও ত্বকে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। তাই এই সময়ে ত্বকের চাই বিশেষ যত্ন। গরমে ত্বকের ছোটখাটো সমস্যা এড়াতে ভরসা রাখতে পারেন আইস ফেশিয়ালে।

Advertisement

১) বরফের টুকরো নিয়ে আলতো হাতে সারা মুখে ঘষুন। এতে ত্বকের উন্মুক্ত রন্ধ্রগুলি বন্ধ হয়ে যাবে। সেই সঙ্গে ত্বকের অতিরিক্ত তেল ক্ষরণের সমস্যাও কমবে। ত্বক হবে মসৃণ এবং সহজ।

২) ব্রণর সমস্যা কমাতেও বরফের জুড়ি মেলা ভার। দরকারে মসৃণ কোনও কাপড়ে বরফের টুকরো মুড়ে ত্বকে ঘষে নিন। দারুণ উপকার পাবেন।

Advertisement

৩) আইস ট্রে-তে করে গ্রিন টি জমিয়ে নিন। তার পর গ্রিন টি-র ওই বরফের টুকরো চোখের পাতার উপর ৩০ সেকেন্ড দিয়ে রাখুন। গ্রিন টি-র অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান ত্বকের ক্লান্তি দূর করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement