RRR

Alia’‌s look in RRR Movie: ‘গঙ্গুবাই’ থেকে ‘সীতা’, সাজগোজে কতটা বদল ঘটল আলিয়া ভট্টের

‘আরআরআর’-এর হাত ধরে তামিল ছবিতে হাতেখড়ি হল পর্দার ‘গঙ্গুবাই’-এর। স্বাভাবিক ভাবেই আলিয়ার অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২২ ১১:৩৯
Share:

‘গঙ্গুবাই’ থেকে ‘সীতা’। ছবি: সংগৃহীত

২৫ মার্চ, শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত তামিল ছবি ‘আরআরআর’। ৩৩৬ কোটির ছবি প্রথম দিনেই ব্যবসা করেছে ১৫৬ কোটি টাকার। এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভট্ট। ‘আরআরআর’-এর হাত ধরে তেলেগু ছবিতে হাতেখড়ি হল পর্দার ‘গঙ্গুবাই’-এর। স্বাভাবিক ভাবেই আলিয়ার অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে।

Advertisement

এর আগে ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’তে সাদা শা়ড়ি, কপালে সিঁদুরের টিপ, চওড়া কাজল, ভারী গয়না, ঠোঁটে নির্ভীক হাসিতে তাক লাগিয়েছিলেন আলিয়া। ‘আরআরআর’ ছবিতেও ‘সীতা’ রূপে দেখে মুগ্ধ তাঁর অগণিত ভক্ত।

গত কাল ছবিতে গঙ্গুবাই থেকে সীতা হয়ে উঠতে দেখল গোটা দেশ। ছবি: সংগৃহীত

১৫ মার্চ আলিয়ার জন্মদিনেই ‘আরআরআর’ ছবিতে ‘সীতা’ চরিত্রে আলিয়ার লুক প্রকাশ্যে এসেছিল। গত কাল ছবিতে গঙ্গুবাই থেকে সীতা হয়ে উঠতে দেখল গোটা দেশ।

Advertisement

‘সীতা’ চরিত্রে আলিয়ার পরনে দেখা গিয়েছে সবুজ শাড়ি, লাল ব্লাউজ। মাথায় এক ঢাল ঢেউ খেলানো কোঁকড়ানো চুল। কপালে লাল টিপ, কানে সোনালি ঝোলা দুল, গলায় চাপা সরু হার, নাকছাবি। অল্প সময়ের জন্য হলেও বিভিন্ন লুকে আলিয়া সামনে এসেছেন এই ছবিতে। নীল শাড়ি, লাল রঙের ফিতে দিয়ে দু’পাশে চুল বাঁধা, চোখে মোটা করে লাগানো কাজল, হালকা গয়নায় তামিল ছবিতেও সমান ভাবে নজর কাড়লেন আলিয়া ভট্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement