প্রতীকী ছবি।
নোটবন্দির পর থেকেই এটিএম কার্ড, অনলাইনে টাকাপয়সার লেনদেনের অভ্যেস বেড়েছে সকলের। কিন্তু তা সত্ত্বেও নগদ টাকার প্রয়োজন ফুরোয়নি। ফলে এটিএম ভরসা। কিন্তু এটিএম থেকে যে সব সময়েই তরতাজা নোট পাবেন, তারও কোনও নিশ্চয়তা নেই। মাঝে মাঝেই ছেঁড়া-ফাটা নোট উগরে দেয় স্বয়ংক্রিয় টেলার মেশিন। এমন নোট নিয়ে বিপাকে পড়তে হয় অনেক সময়েই।
প্রতীকী ছবি।
এমন পরিস্থিতিতে বিচলিত হবেন না, বরং মনে রাখবেন যে কয়েকটি অত্যন্ত সহজ ধাপেই আপনি সেই অকেজো নোটের বদলে ঠিকঠাক নোট পেয়ে যেতে পারেন।
টাকা তোলার সময়ে এটিএম থেকে অবশ্যই ‘উইথড্রয়াল স্লিপ’টি সংগ্রহ করুন এবং তা রেখে দিন। এই ‘উইথড্রয়াল স্লিপ’-এর সাহায্যেই আপনার ব্যাঙ্ক আপনাকে সেই অকেজো নোটের বদলে ভাল নোট দিতে পারবে।
এটিএম থেকে নষ্ট হয়ে যাওয়া নোট পেলে সেই নোট বদলানোর জন্য আপনাকে আপনার ব্যাঙ্কে যেতে হবে। ব্যাঙ্কে টাকা বদলানোর জন্য আপনাকে একটি ফর্ম পুরণ করতে হবে। এবং তার সঙ্গে সেই ‘উইথড্রয়াল স্লিপ’টি ব্যাঙ্ককে দেখতে হবে। রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী যে ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলা হয়েছে, তার যে কোনও ব্রাঞ্চেই এই নোট-বদল সম্ভব।