Bizarre

দেখতে সুন্দর হওয়ার অপরাধেই পুলিশের হেনস্থার শিকার! গ্রেফতার হয়ে কেন এমন অভিযোগ তরুণীর?

দেখতে ভাল না হলেও যেমন সমস্যা, আবার দেখতে সুন্দর হওয়ারও অনেক বিড়ম্বনা! এমনই দাবি করলেন তরুণী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ১৫:৩৩
Share:

দেখতে সুন্দর হওয়ারও অনেক বিড়ম্বনা! ছবি- প্রতীকী

দেখতে কেমন, তা কি দোষের? কিন্তু আমেরিকার এক তরুণী দাবি করলেন, পুলিশের চোখে তা অপরাধের। তিনি খুব সুন্দরী বলেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি তরুণীর।

Advertisement

নাম হেন্ড বুস্টামি। বয়স ২৮ বছর। আমেরিকার এক বিমানবন্দর থেকে সম্প্রতি গ্রেফতার করা হয় তাঁকে। তরুণীর অভিযোগ, “এর আগে কখনও পুলিশ আমার মতো সুন্দর কাউকে দেখেনি। তাই এমন ভাবে আমাকে হেনস্থা করছে।”

তবে বিমানবন্দর সূত্রে খবর, ওই তরুণী বিমানবন্দরের একটি রেস্তরাঁয় খাবারের দাম না মিটিয়েই চলে গিয়েছিলেন। বয়ানে লেখা ছিল, গ্রেফতারের সময়ে তিনি অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে কোনও রকম সহায়তা করেননি।সে কথা অস্বীকার করে পুলিশ আধিকারিকরাই তাঁর সঙ্গে অভব্য আচরণ করেছেন বলে অভিযোগ তরুণীর।

Advertisement

অসামাজিক কাজ এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগে ওই তরুণীকে গ্রেফতার করা হলেও পরে এক হাজার ডলারের বিনিময়ে তাঁকে সেই দেশের আদালত থেকে জামিন দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement