Moral Policing

দেখা যাচ্ছে বক্ষভাঁজ, নীতিপুলিশের বাধায় রেস্তরাঁয় প্রবেশ করতে পারলেন না দুই যুবতী

কারও ব্যক্তিগত বিষয়ে কথা বলতে নীতিপুলিশরা সর্বদা তৈরি। দেশে এবং দেশের বাইরেও এমন বহু ঘটনার নিত্য শিকার হচ্ছেন মহিলারা।

Advertisement

সংবাদ সংস্থা

প্যারিস শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২২ ১৩:২৫
Share:

কেন দেখা যাবে বক্ষভাঁজ? ছবি- ইন্সটাগ্রাম।

বন্ধুর সঙ্গে প্যারিসের রেস্তরাঁয় খেতে গিয়ে, সেখানকার নিরাপত্তারক্ষীর সঙ্গে বচসায় জড়ালেন দুই যুবতী। অভিযোগ, তাঁদের পোশাক একটু বেশিই বক্ষভাঁজ প্রদর্শন করছে।

Advertisement

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, ওই মহিলা এবং তাঁর বন্ধু হেঁটে রেস্তরাঁয় আসছেন। সেখানে পৌঁছতেই ওই রেস্তরাঁর মালিক তাঁদের পথ রুখে দাঁড়ান। নেটমাধ্যম প্রভাবী বাবিঙ্কস এবং তাঁর বন্ধুকে রেস্তরাঁয় ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।

বাবিঙ্কসের পরনে ছিল গোলাপি রঙের মিনি স্কার্ট। তাঁর বন্ধু পরেছিলেন কালো রঙের শার্ট এবং প্যান্ট। নেটমাধ্যম প্রভাবী ওই মহিলা, তাঁর সমাজমাধ্যমে এই গোটা ঘটনার ভিডিয়োটি পোস্ট করে লিখেছেন, ‘আ নেকলাইন = নো রেস্তরাঁ’। অর্থাৎ উন্মুক্ত বক্ষভাঁজ মানে কোনও রেস্তরাঁয় ঢোকা যাবে না।

Advertisement

নেটমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিয়োটি ইতিমধ্যে ৩০ লক্ষ মানুষের চোখে পড়েছে। বাবিঙ্কসের অনুরাগীরা তো বটেই, ফ্রান্সের বহু গুণীজনও এই বিতর্কে মেতে উঠেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement