আমেরিকার জনপ্রিয় হিপ হপের দল ‘দ্য ইনভিজিবল’-এর হাতে এই কর্মশালাটির দায়িত্ব রয়েছে। নিজস্ব চিত্র।
হিপ হপ নাচের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়িয়ে তুলতে আমেরিকান দূতাবাস ও আমেরিকান কনস্যুলেট ২৫ এবং ২৬ এপ্রিল দুদিন ব্যাপী একটি কর্মশালার আয়োজন করেছে। আজ ছিল কর্মশালার প্রথম দিন।
আমেরিকার জনপ্রিয় হিপ হপের দল ‘দ্য ইনভিজিবল’-এর হাতে এই কর্মশালাটির দায়িত্ব রয়েছে। কর্মশালার পাশাপাশি হিপ হপ নাচের অনুষ্ঠানও করবেন তাঁরা। ‘ইনভিজিবল’-এর সদস্য সংখ্যা পাঁচ। কার্ল, মিজ করোনা, রিচি, খারি কিমানি টার্নার এবং হ্যান্স পিয়ের। ইতিমধ্যেই বহু আগ্রহী মানুষ এই কর্মশালায় অংশ নেওয়ার জন্য নিজের নাম নথিভুক্ত করেছেন। কর্মশালায় অংশ নেওয়ার জন্য কোনও অর্থমূল্য নেই। কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা যাতে আরও বেশি করে হিপ হপের মতো একটি নৃত্যশৈলীর সঙ্গে নিজেদের যোগাযোগ ঘটাতে পারেন সেই কারণেই মূলত এই প্রয়াস।
‘ইনভিজিবল’-এর সদস্য সংখ্যা পাঁচ। নিজস্ব চিত্র।
কলকাতায় ‘দ্য ইনভিজিবল’-এর এটি প্রথম অনুষ্ঠান। কলকাতায় আসার আগে হায়দরাবাদে একটি অনুষ্ঠান হয়েছে। বিগত দু’বছরে অতিমারির কারণে তাঁদের কোনও অনুষ্ঠান হয়নি। তবে দু’বছর অনুষ্ঠান না করার জন্য যে মন খারাপ তা এখানে এসে একেবারে ধুয়ে মুছে গিয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানান ‘দ্য ইনভিজিবল’ দলের অন্যতম সদস্য কার্ল। তাঁর কথায় ‘‘ কোভিডে প্রায় দু’বছর আমরা বসেছিলাম। কোনও অনুষ্ঠান ছিল না হাতে। তখন অনলাইনে কিছু অনুষ্ঠান হত। কিন্তু দর্শকের সামনে অনুষ্ঠান করার মতো সেই মজাটা পেতাম না। এই প্রথম বার কলকাতায় আসা। কর্মশালাটি নিয়ে বিশেষ করে আমরা সকলেই খুব উত্তেজিত। আমরা যা জানি সেটা এই দু’দিনের কর্মশালায় যাঁরা অংশ নেবেন তাঁদের মধ্যে উজাড় করে দিয়ে যেতে চাই।’’