Mirrors for Home Decor

কেবল নিজসজ্জা নয়, গৃহসজ্জাতেও বড় অবদান, ৫ রকম ভাবে ঘরে রাখুন আয়না, উজ্জ্বল হবে বাড়ি

অনেকেই অত শত না ভেবে মুখ দেখার উপযুক্ত অথবা সাজের জন্য প্রয়োজনীয় যেমন-তেমন আয়না ঘরে এনে বসিয়ে দেন। কিন্তু উপযোগিতার পাশাপাশি ঘরের সাজকেও বদলে দিতে পারে আয়না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ২০:০৮
Share:
5 ideas for home decoration with giant mirrors to add new dimension

আয়না দিয়েই ঘর সাজিয়ে ফেলুন ৫ ভাবে। ছবি: সংগৃহীত।

আয়নার প্রয়োজন কেবল আপনার সাজের জন্য নয়। গৃহসজ্জাতেও আয়না বড়সড় ভূমিকা পালন করে। দমবন্ধ করা পরিবেশকে খোলামেলা রূপ দিতে, অথবা ঘরে বাড়তি মাত্রা যোগ করতে কিংবা ছোট ঘরের পরিসর আপাত ভাবে বৃদ্ধি করতে আয়নার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ।

Advertisement

কিন্তু অনেকেই অতশত না ভেবে মুখ দেখার উপযুক্ত অথবা সাজের জন্য প্রয়োজনীয় যেমন-তেমন আয়না ঘরে এনে বসিয়ে দেন। কিন্তু উপযোগিতার পাশাপাশি ঘরের সাজকেও বদলে দিতে পারে আয়না। তাই এ বার থেকে আয়না বসানোর আগে ভেবেচিন্তে দেখুন, কোনটি আপনার আস্তানার জন্য সুন্দর, এবং কোনখানে রাখলে ভাল হয়। এখানে কয়েক রকমের আয়নাসজ্জার সন্ধান দেওয়া হল।

5 ideas for home decoration with giant mirrors to add new dimension

বাড়ির কোথায় কোথায় বিশালাকার আয়না মানাবে জানেন কি? ছবি: সংগৃহীত।

১. দরজার কাছে হেলানো আয়না: বাড়ির সদর দরজার পাশেই অথবা উল্টো দিকের দেওয়ালে হেলানো লম্বা আয়না একই সঙ্গে উপযোগী এবং সৌন্দর্য বৃদ্ধির সহায়ক। ভিতরে ঢুকতে না ঢুকতেই চোখের সামনে আয়না থাকলে ঘরের পরিসর বড় মনে হয়। তা ছাড়া বেরোনোর সময় খুব তাড়া থাকলে ঝট করে নিজেকে দেখে নিতেও পারবেন আয়নায়।

Advertisement

২. সোফার পিছনে আয়না: বসার ঘরে সোফার পিছনে একটি বিশাল আয়না রাখলে আপাতদৃষ্টিতে ঘরের গভীরতা বৃদ্ধি পায়, যোগ হয় অন্য মাত্রা। জায়গাটি বড় দেখায়। তা সে পুরনো দিনের আয়নার মতো হোক বা সাম্প্রতিক।

৩. দেওয়ালের বদলে আয়না: মেঝে থেকে ছাদ পর্যন্ত উঠে যাওয়া আয়নার কথা ভাবতে পারেন গৃহসজ্জার জন্য। গৃহসজ্জায় অভিনবত্ব আনতে চাইলে আয়নার ব্যবহার এমনই করতে পারেন।

৪. খাওয়ার ঘরে বা বসার ঘরে আয়না: খাওয়ার ঘরে অথবা বসার ঘরে আয়না রাখলে অতিথি আপ্যায়নে নতুন মাত্রা যোগ হবে। আয়নায় আলো প্রতিফলিত হয়ে ঘরটি আরও খোলামেলা দেখাবে।

৫. শোয়ার ঘরে আয়না: শোওয়ার ঘরে একটি পূর্ণ দৈর্ঘ্যের আয়না রাখতে পারেন। এতে কেবল জামাকাপড় বদলানোর সুবিধা হয়, তা নয়, আয়তনেও বড় দেখায় ঘরকে। আর তার ফলে শোয়ার ঘরের মতো ব্যক্তিগত পরিসরে ইতিবাচকতা আসে। জায়গা বাঁচানোর জন্য আলমারির দরজায় লম্বা আয়না আটকে দিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement