এপ্রিল-জুনে তুলনামূলক বেশি দিন তাপপ্রবাহের সম্ভাবনা বাংলা-সহ ১৬ রাজ্যে। —ফাইল চিত্র।
এপ্রিল-জুন মাসে পশ্চিমবঙ্গে স্বাভাবিকের তুলনায় বেশি দিন তাপপ্রবাহ চলতে পারে! গরমের অস্বস্তিও তুলনামূলক ভাবে বেশি থাকতে পারে। শুধু বাংলাতেই নয়, দেশের বেশির ভাগ অংশেই এই পরিস্থিতি তৈরি হতে পারে আগামী তিন মাস! বাংলা-সহ ১৬ রাজ্যে বেশি দিন তাপপ্রবাহ চলতে পারে এই তিন মাসে। তালিকায় পশ্চিমবঙ্গ ছাড়াও রয়েছে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাত, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা। পাশাপাশি কর্নাটক এবং তামিলনাড়ুর কিছু অংশেও বেশি দিন ধরে তাপপ্রবাহ চলতে পারে।
সাধারণত এপ্রিল-জুন মাসে দেশে গড়ে ৪-৭ দিন তাপপ্রবাহ দেখা যায়। তবে মৌসম ভবনের প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, এপ্রিল থেকে জুন পর্যন্ত উত্তর-পূর্ব ভারত, মধ্য ভারত এবং উত্তর-পশ্চিম ভারতের বেশিরভাগ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে ২-৪ দিন বেশি তাপপ্রবাহ থাকতে পারে। উত্তরপ্রদেশের পূর্ব দিকের কিছু অংশ, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় এবং ওড়িশা-সহ কিছু রাজ্যে ১০-১১ দিন তাপপ্রবাহ চলতে পারে বলে জানিয়েছেন তিনি। এই তিন মাস ধরে দেশের বেশিরভাগ প্রান্তে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। কেবল পশ্চিম ও পূর্ব ভারতের কিছু অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।
এই গরমের মরসুমে হিট স্ট্রোকের আশঙ্কায় রাজ্যগুলিকে আগাম প্রস্তুতি নিয়ে রাখতে বলেছে কেন্দ্র। রাজ্যগুলিকে নিজ নিজ এলাকার হাসপাতালগুলিতে প্রস্তুতি খতিয়ে দেখতে বলা হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, এ বছরের এপ্রিল মাসে দেশে বৃষ্টিপাতের হার মোটের উপর স্বাভাবিকই থাকতে পারে। গড়ে ৩৯.২ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বস্তুত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চৈত্র মাস থেকেই জেলাগুলিতে কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের পারদ ছাপিয়ে গিয়েছে। কোথাও আবার ৪০ ছুঁইছুঁই হয়ে গিয়েছে কয়েক দিন আগেই। যদিও চলতি সপ্তাহেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বৃষ্টি শুরু হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায়। শুক্রবার বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও।