রায়গঞ্জ মেডিক্যাল কলেজের সামনে কান্না মৃতার পরিবারের সদস্যদের। —নিজস্ব চিত্র।
সন্তান প্রসবের পরে মায়ের শারীরিক অবস্থার অবনতি এবং কিছু ক্ষণের মধ্যে মৃত্যু। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল রায়গঞ্জ জেলা হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করল মৃতার পরিবার।
মৃত রোগিণীর নাম কৃষ্ণা সরকার। উত্তর দিনাজপুরের ইটাহারের বাসিন্দা ওই প্রসূতিকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয় রবিবার। পরিবারের দাবি, রাত ১২টা ৪৫ মিনিটে একটি কন্যাসন্তানের জন্ম দেন কৃষ্ণা। তাঁর স্বামী কৃষ্ণ বর্মণ বলেন, ‘‘প্রখমে সন্তান ও মা, দু’জনেই সুস্থ ছিল। হঠাৎ রাত আড়াইটা নাগাদ আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে। রাতে কয়েকবার বমি হয় ওর। সেলাইয়ের জায়গায় অল্প রক্তক্ষরণ হয়।’’ তাঁর অভিযোগ, ওই সময়ে কর্তব্যরত নার্সদের অসুস্থতার কথা জানানো সত্ত্বেও তাঁরা কেউ কর্ণপাত করেননি।
সময় গড়ায়। সকাল ৯টা নাগাদ কৃষ্ণাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। কিন্তু তত ক্ষণে তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। কৃষ্ণ বলেন, ‘‘আইসিইউ-তে নিয়ে যাওয়ার নাটক করে ওরা। হাসপাতালের কোনও স্টাফ ছিল না। আমি নিজে একজন ওয়ার্ড বয়কে নিয়ে আইসিইউ-তে নিয়ে যাই স্ত্রীকে। কিন্তু তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। আমার স্ত্রী তখন আর বেঁচে নেই।’’ স্ত্রীর অকালমৃত্যুতে তিনি চিকিৎসক এবং নার্সদের দিকে আঙুল তুলেছেন। এই মর্মে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ প্রসঙ্গে রায়গঞ্জ হাসপাতালের সহকারি সুপার বিপ্লব হালদারের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ‘‘পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’’