Crime

১০ লক্ষ টাকার বিমার জন্য তিন যুবকের সঙ্গে চক্রান্ত করে বাবাকে খুন করলেন ছেলে

অভিযুক্ত ছেলে ও আরও তিন যুবককে শুক্রবার গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২২ ১৪:১৪
Share:

বাবাকে খুনের অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। ধৃত আরও তিন যুবক। প্রতীকী ছবি।

১০ লক্ষ টাকার বিমার জন্য নিজের বাবাকেই খুন করলেন যুবক। এই অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশের বারওয়ানি জেলায়। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে।

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে খবর, অভিযুক্ত যুবক অনিল পওয়ার সেন্ধওয়া এলাকার অম্বেডকর কলোনির বাসিন্দা। টাকা নিয়ে বাবা ও ছেলের মধ্যে প্রায়শই ঝামেলা হত। বিমার টাকার জন্য বাবাকে খুনের ছক কষেন ওই যুবক। এই চক্রান্তে তাঁর সঙ্গে হাত মেলান আরও তিন যুবক।

গত ১০ নভেম্বর সেন্ধওয়া থানার পুলিশ জানতে পারে যে, পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫২ বছর বয়সি এক ব্যক্তি ছাগন পওয়ারের। এই ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। তার পর কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ বুঝতে পারে দুর্ঘটনার তত্ত্ব আসলে সাজানো। অনিল ও আরও তিন যুবক ওই ব্যক্তিকে হত্যা করেছেন।

Advertisement

অনিলের পাশাপাশি ষড়যন্ত্রে যুক্ত আরও তিন যুবককে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে কী ভাবে ওই ব্যক্তিকে খুন করলেন তাঁর ছেলে, তা স্পষ্ট নয়। এই ঘটনার তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement